১৯শে জানুয়ারি, ২০২৫ ইং | ৫ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | সকাল ৬:২০

ভারতের উত্তর প্রদেশে বন্যা, ১৬ জনের প্রাণহানি

আন্তর্জাতিক ডেস্ক:
ভারতের উত্তর প্রদেশ রাজ্যে বন্যায় ১৬ জনের প্রাণহানি ঘটেছে।ভারি বৃষ্টিপাতের কারণে ৪৮ ঘন্টায় রাজ্যটির ১৬ জেলা প্লাবিত হয়েছে।সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে শাহজাহানপুর জেলা।এই জেলায় ছয়জনের প্রাণহানি ঘটেছে।

রাজ্য সরকারের তথ্য অনুযায়ী, সিতাপুর জেলায় তিনজন এবং আমেথি ও অরাইয়া জেলায় চারজন করে মারা গেছে। প্রায় ৪৬১টি ঘরবাড়ি বন্যায় ক্ষতিগ্রস্ত হয়েছে।

জানা গেছে, বিমান বাহিনী উত্তর প্রদেশ রাজ্যে উদ্ধার কাজে অংশ নিচ্ছে। শেষ খবর পাওয়া পর্যন্ত ললিতপুর এবং ঝানসি জেলা থেকে ১৪ জনকে উদ্ধার করা হয়েছে।

প্রসঙ্গত, সম্প্রতি ভারতের কেরালা রাজ্যে ভয়াবহ বন্যায় কয়েক লাখ মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে।

তবে রাজ্যে এখনও বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদফতর।

প্রকাশ :সেপ্টেম্বর ৩, ২০১৮ ৪:২৯ অপরাহ্ণ