১৯শে জানুয়ারি, ২০২৫ ইং | ৫ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | রাত ১:৩৩

গোলখরায় বাবা : ছেলের চার গোল

ক্রীড়া ডেস্ক:
রিয়াল মাদ্রিদ ছেড়ে জুভেন্টাসে আসার পর কোনো কিছুই তার পক্ষে যাচ্ছে না। সেরি-এ লিগে তিন ম্যাচ খেলেও জুভেন্টাসের জার্সিতে গোলের খাতা খুলতে পারেননি ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। এর মধ্যে সাবেক রিয়াল সতীর্থ লুকা মদরিচের কাছে হারিয়েছেন উয়েফা বর্ষসেরার মুকুট। রিয়ালে তার শূন্যতা ভুলিয়ে গোল উৎসবে মেতেছেন বেল, বেনজেমারা। এবার কিনা নিজের ছেলেও তাকে ছাপিয়ে গেল!

রোনাল্ডো যেখানে তিন ম্যাচেও গোলের দেখা পাননি, সেখানে জুভেন্টাসের বয়সভিত্তিক দলের হয়ে অভিষেকেই চার গোল করে হইচই ফেলে দিয়েছে রোনাল্ডোর বড় ছেলে ক্রিশ্চিয়ানো জুনিয়র। রোববার তার অভিষেক ম্যাচে লুসেন্তোর বিপক্ষে ৫-১ গোলে জিতেছে জুভেন্টাস অনূর্ধ্ব-৯ দল।

মাঠে বসে আট বছর বয়সী ক্রিশ্চিয়ানো জুনিয়রের চার গোলের কীর্তি দেখেছেন রোনাল্ডোর বান্ধবী জর্জিনা। ছেলের সাফল্যে বাবারও গর্বিত হওয়ার কথা। কে জানে, ভবিষ্যতের রোনাল্ডোকে জুভেন্টাস পেয়ে গেল কিনা!

প্রকাশ :সেপ্টেম্বর ৩, ২০১৮ ২:১৫ অপরাহ্ণ