১৮ই জানুয়ারি, ২০২৫ ইং | ৪ঠা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | দুপুর ১২:৩৯
এ জমিতেই মিলেছে মরদেগুলো- আনন্দবাজার পত্রিকা

ব্যাগে মোড়ানো ১৪ শিশুর মৃতদেহ!

আন্তর্জাতিক ডেস্ক:

পশ্চিমবঙ্গের কলকাতায় একটি জমির আগাছা পরিষ্কার করতে গিয়ে ১৪টি সদ্যোজাত শিশুর মরদেহ উদ্ধার করা হয়েছে।

রোববার দক্ষিণ কলকাতার হরিদেবপুর থানা এলাকার রাজা রামমোহন সরণিতে এ ঘটনা ঘটে বলে টাইমস অব ইন্ডিয়ার এক প্রতিবেদনে বলা হয়।

প্রতিবেদনে জানানো হয়, ২১৪ নম্বর রাজা রামমোহন সরণিতে কয়েক বিঘার একটি ফাঁকা জমি পরিষ্কার করার কাজ চলছিল। এক পর্যায়ে শ্রমিকরা একটি প্লাস্টিকের ব্যাগ পান। সেই ব্যাগ খুলতেই বেরিয়ে আসে একটি সদ্যজাতদের দেহ।

তিনি জানান, এর পর তল্লাশি করতেই ঘটনাস্থলে আরও বেশ কয়েকটি ব্যাগ পাওয়া যায়। ব্যাগগুলো থেকে ১৪টি এরকম দেহ পাওয়া গেছে।

পুলিশের এক ঊর্ধ্বতন কর্মকর্তা জানান, কিছু দেহ কয়েক দিনের মধ্যে ফেলা হয়েছে। আবার অন্য শিশুর দেহগুলো ফেলা হয়েছে অনেক দিন আগে।

পাশ্ববর্তী কোনও গর্ভপাত কেন্দ্র থেকে দেহগুলো ঘটনাস্থলে ফেলে যাওয়া হয়েছে বলে ধারণা এ কর্মকর্তার।

তিনি বলেন, কোথা থেকে মরদেহগুলো আবর্জনার মধ্যে ফেলে যাওয়া হয়েছে তার কোনও উৎস খুঁজে পাওয়া যাচ্ছে না।

আনন্দবাজার পত্রিকা বলছে, খবর পেয়েই থানা থেকে পুলিশ গিয়ে তল্লাশি শুরু করে। আরও এ রকম দেহ আছে কিনা খুঁজে দেখা হচ্ছে। কীভাবে ওই দেহগুলো ওখানে এল তা খতিয়ে দেখছেন তদন্তকারীরা।

ঘটনাস্থলে পরিদর্শনে গিয়ে কলকাতার মেয়র শোভন চট্টোপাধ্যায় বলেন, স্থানীয় কাউন্সিলরের কাছে খবর পেয়েই তিনি ছুটে যান। ১৪টি দেহ উদ্ধার হয়েছে। কীভাবে মৃত সদ্যোজাত শিশুর দেহ ওই এলাকায় এল, তা খতিয়ে দেখছে পুলিশ।

স্থানীয়রা জানিয়েছেন, দীর্ঘদিন ধরেই ওই এলাকা ঘেরা। ভিতরে পুকুর ভরাট করে নির্মাণ কাজ হচ্ছে বলেও তাদের সন্দেহ।

প্রকাশ :সেপ্টেম্বর ২, ২০১৮ ১০:৫২ অপরাহ্ণ