১৮ই জানুয়ারি, ২০২৫ ইং | ৪ঠা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | সকাল ১১:১৪

রংপুরে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ৪

রংপুর প্রতিবেদক:
রংপুরের সিও বাজার এলাকায় দুই বাসের মুখোমুখি সংঘর্ষে ৪ জন নিহত হয়েছেন। রোববার দুপুর ১২টার দিকে এ দুর্ঘটনা ঘটে। এতে দুই বাসের প্রায় ৫০ যাত্রী আহত হয়েছেন।

রংপুরের অতিরিক্ত পুলিশ সুপার (সার্কেল এ) সাইফুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।

জানা গেছে, বগুড়া থেকে ছেড়ে আসা পঞ্চগড়গামী বিআরটিসি বাসটি সিও বাজার এলাকায় পৌঁছালে বিপরীতমুখী দিনাজপুর থেকে ছেড়ে আসা রংপুরগামী অপর একটি বাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই চারজন নিহত হন। নিহতদের মধ্যে তিনজন নারী ও একজন পুরুষ বলে জানা গেছে।

একইসঙ্গে দুই বাসের অন্তত ৫০ যাত্রী আহত হন। তবে তাৎক্ষণিকভাবে হতাহতদের পরিচয় জানা যায়নি।

প্রকাশ :সেপ্টেম্বর ২, ২০১৮ ১:৫৬ অপরাহ্ণ