ধর্ম ডেস্ক:
পবিত্র হজ পালন শেষে সৌদি আরব থেকে গত কয়েকদিনে ৫১টি ফ্লাইটে ১৮ হাজার ৬৯৩ জন হাজি দেশে ফিরেছেন। এর মধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স পরিচালিত ফ্লাইট ২৯টি এবং সৌদি এয়ারলাইন্সের ফ্লাইট ছিল ২২টি।
জেদ্দা হজ অফিস সূত্রে জানা গেছে, সরকারি ব্যবস্থাপনায় আগত বিজি-১০৬৯ ফ্লাইটের হাজিরা বর্তমানে মদিনায় অবস্থান করছেন।
পবিত্র হজ পালন শেষে হাজিদের নিয়ে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের প্রথম ফিরতি ফ্লাইট শুরু হয়েছে গত ২৭ আগস্ট। শেষ হবে আগামী ২৭ সেপ্টেম্বর। এ বছর পবিত্র হজ পালনের জন্য বিমান বাংলাদেশ ও সৌদি এয়ারলাইন্সের মোট ৩৭১ টিফ্লাইটে বাংলাদেশ থেকে সর্বমোট ১ লাখ ২৭ হাজার ২৯৮ জন (ব্যবস্থাপনা সদস্যসহ) সৌদি আরবে যান।
ধর্ম মন্ত্রণালয়ের উদ্যোগে মক্কা থেকে প্রকাশিত হজ বুলেটিন সূত্রে জানা গেছে, গত ১৫ জুলাই থেকে এ রোববার সকাল পর্যন্ত হজের আগে ও পরে সৌদি আরবে সর্বমোট ১০৫ জন বাংলাদেশি ইন্তেকাল করেছেন। তাদের মধ্যে পুরুষ ৮৭ জন ও মহিলা ১৮ জন। এর মধ্যে মক্কায় ৬৮ জন, মদিনায় ৭ জন, জেদ্দায় ২ জন, মিনায় ১৮ ও আরাফায় ১০ জন মারা যান।