২২শে নভেম্বর, ২০২৪ ইং | ৭ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ | সকাল ৯:৩৪
নাইজেরিয়ায় বোকো হারামের হামলার পর সেনা সতর্কতা: আল-জাজিরা

নাইজেরিয়ায় বোকো হারামের হামলা, ৩০ সেনা নিহত

আন্তর্জাতিক ডেস্ক:
নাইজেরিয়ায় সেনাবাহিনীর একটি ঘাঁটিতে হামলা চালিয়েছে জঙ্গীগোষ্ঠী বোকো হারাম।দেশটির উত্তর-পূর্বাঞ্চলে এ হামলায় অন্তত ৩০ সেনাসদস্য নিহত হয়েছে। নাইজেরিয়ার সেনা সূত্রের বরাতে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, বোকো হারাম সদস্যরা বৃহস্পতিবার বর্নো প্রদেশের জারি গ্রামের সেনা ঘাঁটি ঘিরে ফেলে। সেনাসদস্যদের সঙ্গে তীব্র লড়াইয়ের পর তারা ঘাঁটিটির দখল নিয়ে নেয়।

শনিবার দুটি সূত্র সংবাদ সংস্থা এএফপিকে জানিয়েছে, ট্রাকে করে ভারী অস্ত্রশস্ত্র নিয়ে বিপুল সংখ্যক বোকো হারাম সদস্য সেখানে উপস্থিত হয়ে সেনাদের সঙ্গে সংঘাতে লিপ্ত হয়।

সূত্রগুলো জানিয়েছে, সেনারা আকাশ প্রতিরক্ষার সুবিধা নিয়ে ঘাঁটিটি উদ্ধার করতে সক্ষম হয়। কিন্তু বোকো হারামের সদস্যরা যাওয়ার সময় সেখান থেকে অস্ত্রশস্ত্র ও সামরিক সরঞ্জাম নিয়ে যায়।

প্রকাশ :সেপ্টেম্বর ২, ২০১৮ ১০:৪৭ পূর্বাহ্ণ