রকমারি ডেস্ক:
দুপুর বেলা তখন অনেকেই মধ্যাহ্ন ভোজের জন্য অফিস থেকে বের হয়ে রেস্টুরেন্টের দিকে যাচ্ছিলেন। পর্যটকরাও ঘুরে বেড়াচ্ছেন টাইম স্কয়ারের রাস্তায় রাস্তায়। কিন্তু অল্প সময়ের মধ্যেই চারিদিকে হৈচৈ পড়ে যায়। পুলিশের একটি দল চারিদিকে লোকজনকে সরিয়ে ফেলতে শুরু করেছে। বন্ধ করে দেয়া হয় একটি রাস্তা। মুহূর্তের মধ্যে লোকজনের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। অনেকেই ভেবেছিলেন হয়তো কোথাও গোলাগুলির ঘটনা ঘটছে।
কিন্তু কিছুক্ষণের মধ্যে দেখা গেল টাইম স্কয়ারের কাছের একটি এভিনিউর একটি অস্থায়ী হটডগ দোকানের ছাতার উপর জড়ো হয়েছে মৌমাছির দল। আশপাশ দিয়ে যাওয়া অনেককেই আক্রমণ করতে থাকে মৌমাছিগুলো। পরিস্থিতি জটিল আকার ধারণ করার আগে খবর দেয়া হয় পুলিশকে। খবর পেয়ে রণসাজে সজ্জিত হয় ঘটনাস্থলে এসে মৌমাছি ধরার অভিযান শুরু করে পুলিশ। ভ্যাকুয়াম ক্লিনারের মতো বিশেষ একটি যন্ত্র দিয়ে পুলিশ মৌমাছিগুলোকে ধরতে শুরু করে। ৪৫ মিনিটের চেষ্টায় পুলিশ মৌমাছিদের ধরার পর পরিস্থিতি স্বাভাবিক হলে জনমনে স্বস্তি ফিরে আসে।