১৮ই জানুয়ারি, ২০২৫ ইং | ৪ঠা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | বিকাল ৩:১২

দুই শিশু সন্তানকে হত্যার পর মায়ের আত্মহত্যা

অপরাধ ডেস্ক:
হবিগঞ্জের মাধবপুরে দুই শিশু সন্তানকে গলা কেটে হত্যার পর আত্মহত্যা করেছেন মা। এমনটাই ধারণা করছে পুলিশ। পরে খবর পেয়ে পুলিশ ওই দুই শিশুর গলাকাটা লাশ ও মায়ের ঝুলন্ত লাশ উদ্ধার করে।

নিহতরা হলেন নিজনগর গ্রামের ব্যবসায়ী মুজিবুর রহমানের স্ত্রী হাদিসা বেগম, তাদের মেয়ে মীম (২) ও ছেলে ৭ মাস বয়সী মুজাহিদুল ইসলাম।

গতকাল শুক্রবার রাতে ধর্মঘর ইউনিয়নের নিজনগর গ্রামে এ ঘটনা ঘটে বলে জানান মাধবপুর থানার ওসি চন্দন কুমার জানান।

ওসি বলেন, প্রতিবেশীর মাধ্যমে খবর পেয়ে রাত সাড়ে ১০টায় মাধবপুর থানা পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে। তিনি আরো বলেন, হাদিসা বেগম তার দুই সন্তানকে জবাই করে হত্যার পর নিজে ঘরের সিলিং ফ্যানের সঙ্গে ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেছেন বলে ধারণা করা হচ্ছে।

ওসি চন্দন কুমার আরো জানান, পুলিশ বিষয়টি খতিয়ে দেখছে।

প্রকাশ :সেপ্টেম্বর ১, ২০১৮ ১০:৩০ পূর্বাহ্ণ