২১শে নভেম্বর, ২০২৪ ইং | ৬ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ | রাত ১০:৪৪

মহাকাশে সেলফি তোলা যাবে অনায়াসে!

তথ্য প্রযুক্তি ডেস্ক:
সময় এখন সেলফির। বাড়িতে, রেস্তোরাঁয়, পাহাড়ে ও সমুদ্রে সর্বত্র সেলফির জয়জয়কার। এরই ধারবাহিকতায় এবার মহাকাশেও সেলফি তোলা যাবে অনায়াসে!

মার্কিন মহাকাশ গবেষণা সংস্থা নাসা নিয়ে এসেছে একটি নতুন অ্যাপ। ‘নাসা সেলফিস অ্যাপ’। এই অ্যাপের সাহায্যে ঘরে বসে তোলা আপনার ছবিতে মহাকাশের বিভিন্ন ফ্রেম যুক্ত করা যাবে। যা দেখে অন্যরা ভাববে আপনি সত্যিই মহাকাশে গেছেন।

সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক, টুইটার ও ইনস্টাগ্রাম এসব সেলফি পোস্ট করে আপনিও বনে যেতে পারেন মহাকাশ যাত্রী! আইওএস ও অ্যান্ড্রয়েড-দুই ধরনের ফোনেই ব্যবহার করা যাবে এই অ্যাপ।

এই অ্যাপের পাশাপাশি আরও একটি অ্যাপ নিয়ে এসেছে নাসা। তার নাম ‘ভিআর’। গ্রহের কক্ষপথে আবর্তন দারুণ ভাবে দেখতে পাবেন এই অ্যাপের সাহায্যে।

প্রকাশ :আগস্ট ৩১, ২০১৮ ১০:৫৭ অপরাহ্ণ