পাবনা প্রতিনিধি:
পাবনার চাটমোহরে চলনবিলে ঘুরতে গিয়ে ইঞ্জিনচালিত নৌকা ডুবে ভ্রমণপিয়াসু পাঁচ পর্যটক নিখোঁজ রয়েছেন। নৌকাটিতে ২২ ভ্রমণকারী অবস্থান করছিল। অন্যদের স্থানীয়রা ও দমকল বাহিনী নদী থেকে উদ্ধার করেন।
নিখোঁজদের মধ্যে তিনজনের নাম জানা গেছে। তারা হলেন আব্দুল গণি, স্বপন ও শাহনাজ পারভীন। নিখোঁজ অন্য দু’জনের নাম জানা যায়নি।
শুক্রবার সন্ধ্যা ৭টার দিকেউপজেলার হান্ডিয়াল ইউনিয়নের পাইকপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয়রা জানায়, ভ্রমণকারীরা সবাই পাবনার ইশ্বরদী থেকে চলনবিলে ঘুরতে আসেন। ইঞ্জিনচালিত নৌকা নিয়ে তারা চলনবিলে ঘুরতে যায়। বেশিরভাগ ভ্রমণকারী নৌকার ছাউনির ওপরে বসে ছিল। হাঠাৎ নৌকা উল্টে গেলে নৌকাসহ সবাই তলিয়ে যায়। পরে স্থানীয়রা ও দমকলবাহিনীর কর্মীরা ভ্রমণকারীদের উদ্ধার করলেও পাঁচজনের খোঁজ মিলেনি।
চাটমোহর থানার পরিদর্শক (তদন্ত) মো. শরিফুল ইসলাম পাঁচজনের নিখোজেঁর বিষয়টি নিশ্চিত করে বলেন, ঘটনাস্থলে ফায়ার সার্ভিস ও পুলিশ সদস্যরা রয়েছে। ডুবুরি দলকেও খবর দেওয়া হয়েছে।
Daily Deshjanata দেশ ও জনতার বলিষ্ঠ কণ্ঠস্বর

