১৯শে জানুয়ারি, ২০২৫ ইং | ৫ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | রাত ১:২৬

৬ মাস নিষিদ্ধ হতে পারেন সাব্বির

ক্রীড়া ডেস্ক:

এই বছরের প্রথম দিকে সাব্বির রহমানকে ঘরোয়া ক্রিকেটে ৬ মাসের নিষেধাজ্ঞা দিয়েছিল বিসিবি। সেই সঙ্গে জরিমানা করা হয়েছিল ২০ লাখ টাকা। বাদ দেওয়া হয়েছিল বোর্ডের কেন্দ্রীয় চুক্তি থেকেও। ঘরোয়া ক্রিকেটের এক ম্যাচে দর্শক পেটানোর জন্যই সে সময় এই শাস্তি পান সাব্বির।

এর পরও গত আট মাসে নানা সময় নানা বিতর্কিত কাণ্ডে সাব্বিরের নাম জড়ানোয় এবার তার বিরুদ্ধে আরও কঠোর হতে যাচ্ছে বোর্ড। বোর্ড সূত্রে জানা গেছে, শৃঙ্খলা ভঙ্গের কারণে এবার আন্তর্জাতিক ক্রিকেটে ৬ মাসের জন্য নিষিদ্ধ হতে পারেন এই ক্রিকেটার।

সম্প্রতি ওয়েস্ট ইন্ডিজ সফরের ওয়ানডে সিরিজের সময় সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দুই ব্যক্তিকে মেসেজ দিয়ে অকথ্য ভাষায় গালাগাল এবং হুমকি দেওয়ার অভিযোগ আসে সাব্বিরের বিরুদ্ধে।

যদিও সাব্বির পরে বলেছিলেন, তার ফেসবুক অ্যাকাউন্ট হ্যাক করে কেউ এই কাজ করেছে। এ ছাড়া গত জুনে আফগানিস্তানের বিপক্ষে টি২০ সিরিজের সময় ড্রেসিংরুমে সতীর্থ মেহেদী হাসান মিরাজের গায়ে হাত তোলার অভিযোগও ছিল। এই অভিযোগগুলোকে গুরুত্বের সঙ্গে নিয়েই এবার এই ক্রিকেটারের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে বোর্ড।

বোর্ড সূত্রের খবর, বিসিবি সভাপতি এবং বোর্ডের অন্য কর্তারা চেয়েছিলেন, সাব্বিরের শাস্তিটা হোক কঠোর এবং দৃষ্টান্তমূলক। তিন বছরের জন্য সাব্বিরকে আন্তর্জাতিক ক্রিকেট থেকে নিষেধাজ্ঞা দেওয়ার সিদ্ধান্তে নাকি অনেকেই সম্মত ছিলেন। কিন্তু শেষ পর্যন্ত টিম ম্যানেজমেন্টের অনুরোধ বিবেচনায় সেই শাস্তি কমিয়ে ৬ মাসে আনা হয়।

গতকাল ঘোষিত এশিয়া কাপের স্কোয়াডে জায়গা পাননি সাব্বির। পড়তি ফর্মের পাশাপাশি সাব্বিরের নানা বিতর্কিত কাজই তাকে দল থেকে বাদ দিতে ভূমিকা রেখেছে বলে জানান বিসিবি সভাপতি নাজমুল হাসান।

প্রকাশ :আগস্ট ৩১, ২০১৮ ৬:১৪ অপরাহ্ণ