১৮ই জানুয়ারি, ২০২৫ ইং | ৪ঠা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | সন্ধ্যা ৬:৫৫
'দহন' ছবির একটি দৃশ্যে সিয়াম

নেশাগ্রস্ত সিয়াম!

বিনোদন ডেস্ক:
ছিলেন তরুণ প্রজন্মের টিভি তারকা। এখন পুরোদস্তুর চিত্রনায়ক তিনি। ‌’পোড়ামন ২’ ছবির মাধ্যমে বড় পর্দায় অভিষেক তার। প্রথম ছবিতেই বাজিমাত করেছেন এ নায়ক। অভিনয় দিয়ে মন জয় করে নিয়েছেন বড় পর্দার দর্শকদের। তিনি সিয়াম আহমেদ। সালমান শাহ’র ভক্ত সুজন শাহ হিসেবেই বড় পর্দার দর্শকরা চিনেছেন তাকে। ‘পোড়ামন ২’ ছবির রোমান্টিক এ নায়ককেই এবার দেখা যাবে ভিন্ন এক চরিত্রে। যে চরিত্রে থাকছে না কোন গ্ল্যামার। পুরোপুরি নেশাগ্রস্ত এক যুবক। যার জন্য শখের চুল ফেলেছেন তিনি। ময়লা পোশাক পরে শুটিং করতে হয়েছে। তাই সিয়ামের পরবর্তী ছবি ‌’দহন’ এ তাকে দর্শকরা নতুনভাবে আবিস্কার করবেন বলেই জানালেন এ নায়ক।

‌’পোড়ামন ২’ ছবির নির্মাতা রায়হান রাফিই নির্মাণ করছেন ‘দহন’। নায়িকা হিসেবেও রয়েছেন পূজা চেরি। সিয়াম জানান, ‘‌পোড়ামন ২’ তে দর্শক তাকে যে রুপে দেখতে পেয়েছেন ‘দহন’য়ে দেখতে পাবেন তার বিপরীত। রোমান্টিক ইমেজ তো নয়ই পুরোপুরি নেশাগ্রস্ত এক যুবক।

তবে দহনের এমন ভিন্ন চরিত্রে কাজ করাটা কিন্তু খুব একটা সহজ ছিল না সিয়ামের। এ জন্য বেশ কাঠখড় পোহাতে হয়েছে। দিনের পর দিন নিজেকে প্রস্তুত করতে হয়েছে। রাজধানীর কয়েটি নেশগ্রস্থদের জোনে নেশাগ্রস্থ মানুষের সঙ্গে মিশতে হয়েছে তার। এ প্রস্তুতির বাইরেও বেশ কিছু সিক্যুয়েন্সের জন্য আরও বাড়তি প্রস্তুতি ছিলো বলেও জানিয়েছেন সিয়াম।

সিয়াম বলেন, ‌‌”দহন’ এ আমি তুলা চরিত্রে অভিনয় করেছি। যাকে সবাই হারামি তুলা বলে ডাকেন। সব মিলিয়ে এ ছবিতে নতুন এক সিয়ামকে দেখতে পাবেন দর্শক। ‘পোড়ামন ২’র মতো ‘দহন’ও দর্শকদের কাছে প্রশংসিত হবে বলে আমার বিশ্বাস।”

জাজ মাল্টিমিডিয়া প্রযোজনা করছে ‌’দহন’। ছবিটিতে আরও অভিনয় করেছেন জাকিয়া বারী মম ও শিমুল খান। ছবিটি চলতি বছরের ৫ অক্টোবর মুক্তি পাবে বলে জানিয়েছেন জাজের কর্ণধার আবদুল আজিজ।

প্রকাশ :আগস্ট ৩১, ২০১৮ ৫:৪৮ অপরাহ্ণ