১৯শে জানুয়ারি, ২০২৫ ইং | ৫ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | সকাল ৬:১৫
নগর বাউলখ্যাত জেমস।

মঞ্চ মাতাবেন নগর বাউল

বিনোদন ডেস্ক:
নগর বাউলখ্যাত জেমস। তার গান মানেই তারুণ্যের উন্মাদনা। স্টেজ শো’তে তার উপস্থিতি মানেই জনসমুদ্র। বাংলাদেশে জেমস মানেই ভিন্ন কিছু। যার গান শোনতে মুখিয়ে থাকেন অগণিত ভক্ত। আগামী ৭ সেপ্টেম্বর মঞ্চ মাতাতে আসছেন এ রকস্টার ।

মোহাম্মদপুর ফিজিক্যাল কলেজ মাঠে আইআরবি ইভেন্ট লিমিটেডের উদ্যোগে এবং ক্রীড়া মন্ত্রণালয়ের সহযোগিতায় ৭ সেপ্টেম্বর অনুষ্ঠিত হবে ‘গর্বিত বাংলাদেশি’ নামে লাইভ কনসার্ট। সেখানে পারফর্ম করবেন উপমহাদেশের জনপ্রিয় এ গায়ক। শুধু জেমসই নয়, তার সঙ্গে আরও গাইবেন মাকসুদ ও ঢাকা, মেহরিন এবং ব্যান্ড আর্টসেল।

আয়োজক প্রতিষ্ঠান থেকে জানানো হয়েছে ৭ সেপ্টেম্বর দুপুর ৩টায় শুরু হয়ে কনসার্টটি চলবে রাত ১০টা পর্যন্ত। টিকিটের মূল্য নির্ধারণ করা হয়েছে ২০০ টাকা। কনসার্টে প্রবেশকারী সকলের জন্য রয়েছে র‌্যাফেল ড্র’র মাধ্যমে পুরষ্কার জেতারও সুযোগ। আর এই পুরষ্কার সৌজন্য হিসেবে আইআরবি ইভেন্ট এর সঙ্গে চুক্তিবদ্ধ হয়েছেন অনলাইন সেবা ভিত্তিক প্রতিষ্ঠান আজকের ডিল।

কনসার্টের টিকিট অনলাইনের ajkerdeal.com । ticketchi.com থেকে কিনতে পারবেন। পাশাপাশি আইআরবি ইভেন্ট লিমিটেড এর ফেসবুক পেজ থেকেও কেনা যাবে টিকিট।

আয়োজনটি নিয়ে আইআরবি ইভেন্ট লিমিটেডের কর্ণধার মইন আল হেলাল সুপল বলেন, আমরা শুরু থেকেই নগরবাসী বিনোদন দিতে কাজ করে যাচ্ছি। আগেও আইআরবি ইভেন্ট লিমিটেড সাফল্যে সঙ্গে অনেকগুলো কনসার্টের আয়োজন করেছে। তার ধারাবাহিকতায় আবারও করছি ‘গর্বিত বাংলাদেশি’ লাইভ কনসার্ট। আশা করি দর্শণার্থীরা কনসার্টটি উপভোগ করবেন।’

কনসার্টে গানপরিবেশন ছাড়াও বর্তমার সরকারের সফলতা নিয়ে তথ্যচিত্র দেখানো হবে বলেও জানায় আয়োজক প্রতিষ্ঠান।

প্রকাশ :আগস্ট ৩০, ২০১৮ ৪:২৭ অপরাহ্ণ