১৯শে জানুয়ারি, ২০২৫ ইং | ৫ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | সকাল ৬:০৭

টেকনাফে গৃহবধূ হত্যার অভিযোগে স্বামী আটক

কক্সবাজার প্রতিবেদক:
কক্সবাজারের টেকনাফে নির্যাতন করে গৃহবধুকে হত্যার অভিযোগে স্বামী মো. সোহেল (২৬) নামে এক মাদকসেবীকে আটক করেছে পুলিশ।

বৃহস্পতিবার ভোরে টেকনাফের হোয়াইক্যং ইউনিয়নের করাচিপাড়া এলাকা থেকে তাকে আটক করা হয়। সোহেল ওই ইউনিয়নের কাঞ্জরপাড়ার আবুল কালামের ছেলে।

পুলিশ সূত্র জানায়, তিন বছর আগে কাঞ্জরপাড়া এলাকার মো. আইয়ুব আলীর মেয়ে বেবী আক্তারের সাথে সোহেলের বিয়ে হয়। কিন্তু সোহেল মাদকসেবী হওয়ায় সময়ে অসময়ে নানা অজুহাতে বেবীর উপর নির্যাতন করতো। মঙ্গলবার রাত ১টায় সোহেল ঘরের দরজা খুলতে বলে। তখন বেবী তার সাত মাসের শিশু সন্তানকে দুধ খাওয়াচ্ছিলেন। স্বামীকে দরজা খুলে দিয়ে কান্নারত শিশুটির কান্না থামাতে পুনরায় শিশুটির পাশে যান। এক পর্যায়ে পাষণ্ড স্বামী খাবার দিতে এতো দেরি কেন বলে বেবীর তলপেটে কয়েকটি লাথি ও কিল ঘুষি মারেন। এতে বেবী অজ্ঞান হয়ে পড়লে স্থানীয় ডাক্তারের কাছে নিয়ে প্রাথমিক চিকিৎসা করা হয়। একদিন পর অবস্থার অবনতি হলে বুধবার দুপুরে হ্নীলা টেকনাফ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পথে তার মৃত্যু হয়।

টেকনাফ মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) রনজিত কুমার বড়ুয়া জানান, গৃহবধূর বাবার দায়ের করা হত্যা মামলায় সোহেলকে আটক করা হয়েছে।

প্রকাশ :আগস্ট ৩০, ২০১৮ ৩:৫৯ অপরাহ্ণ