১৯শে জানুয়ারি, ২০২৫ ইং | ৫ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | সকাল ৬:১১

মানহানির দুই মামলায় খালেদা জিয়ার জামিন বহালে

আদালত প্রতিবেদক:
মানহানির ২ মামলায় খালেদা জিয়াকে দেয়া হাইকোর্টের জামিন বহাল রেখেছেন আপিল বিভাগ। একইসঙ্গে জামিন স্থগিত চেয়ে রাষ্ট্রপক্ষের আবদনের ওপর ১ অক্টোবর দিন ধার্য রাখা হয়েছে। আপিল বিভাগের চেম্বার আদালতের বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী আজ বৃহস্পতিবার এই আদেশ দেন।

এর আগে হাইকোর্ট মানহানির দুই মামলায় খালেদা জিয়াকে ৬ মাসের জামিন দেন বলে জানান বিএনপির আইন বিষয়ক সম্পাদক ব্যারিস্টার কায়সার কামাল। এই জামিন স্থগিত চেয়ে আবেদন করে রাষ্ট্রপক্ষ।

আদালতে রাষ্ট্রপক্ষে শুনানি করেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম। অপরদিকে খালেদা জিয়ার পক্ষে ছিলেন সাবেক অ্যাটর্নি জেনারেল এজে মোহাম্মদ আলী ও খন্দকার মাহবুব হোসেন।

প্রকাশ :আগস্ট ৩০, ২০১৮ ২:১৯ অপরাহ্ণ