১৩ই জানুয়ারি, ২০২৬ ইং | ২৯শে পৌষ, ১৪৩২ বঙ্গাব্দ | ভোর ৫:৩৬

চট্টগ্রামে বাস-অটোরিকশা সংঘর্ষে নিহত ২

চট্টগ্রাম প্রতিবেদক:
চট্টগ্রামের বাকলিয়ায় বাসের সঙ্গে একটি অটোরিকশার মুখেমুখি সংঘর্ষে দুইজন নিহত হয়েছেন।

বৃহস্পতিবার সকালে বাকলিয়া থানার রাহাত্তারপুল এলাকার আহাদ কমিউনিটি সেন্টারের সামনের এ দুর্ঘটনায় আহত হয়েছেন আরও তিনজন।

বাকলিয়া থানার ওসি প্রণব চৌধুরী এতথ্য নিশ্চিত করেছেন। তবে তাৎক্ষণিকভাবে হতাহতদের নাম-পরিচয় জানাতে পারেননি তিনি।

ওসি জানান, সকাল সাড়ে ৮টার দিকে অটোরিকশাটি যাত্রী নিয়ে বহদ্দারহাটের দিকে যাচ্ছিল। এসময় আনোয়ারাগামী বাসটির সঙ্গে অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হয়।

তিনি জানান, দুর্ঘটনায় আহত পাঁচজনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক দুইজনকে মৃত ঘোষণা করেন। বাসের চালক ইয়াসিনকে আটক করা হয়েছে।

প্রকাশ :আগস্ট ৩০, ২০১৮ ১২:৩৫ অপরাহ্ণ