১৮ই জানুয়ারি, ২০২৫ ইং | ৪ঠা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | সন্ধ্যা ৭:০৮

রিয়ালের বিরুদ্ধে খেলোয়াড় ছিনতাইয়ের অভিযোগ

ক্রীড়া ডেস্ক:
লিঁওর স্ট্রাইকার মারিয়ানো ডিয়াজকে রিয়াল মাদ্রিদ পুনরায় চুক্তিবদ্ধ করেছে। বছরখানেক আগে তারা মারিয়ানোকে ৭.২ পাউন্ডে বিক্রি করে দিয়েছিল। এবার তাকেই পাঁচ বছরের চুক্তিতে ফিরিয়েছে ৩৩ মিলিয়ন পাউন্ডে।

ইউরোপিয়ান চ্যাম্পিয়ন রিয়ালের এমন কর্মকাণ্ডে খেপেছে সেভিয়া। ২৫ বছর বয়সী মারিয়ানোর সঙ্গে চুক্তি প্রায় করে ফেলেছিল স্পেনের পুরনো এই ক্লাবটি। সেখান থেকে মারিয়ানোকে প্রায় ছিনতাই করে নিয়ে এসেছে তারা।

মারিয়ানো ডিয়াজ এর আগে রিয়ালের যুব দলে খেলেছিলেন। কিন্তু মূল দলে সুযোগ না পেয়ে পাড়ি জমান ফ্রেঞ্চ ক্লাব লিঁওতে। ক্লাবটির হয়ে ৩৪ ম্যাচে ১৮টি গোল করেছেন তিনি। সে জন্যই তাকে দলে ভেড়াতে হুমড়ি খেয়ে পড়ে বড় ক্লাবগুলি। গত শুক্রবার তার সঙ্গে চূড়ান্ত চুক্তি প্রায় করেই ফেলেছিল সেভিয়া। কিন্তু শেষ পর্যন্ত জিতেছে ইউরোপের প্রভাবশালী ক্লাব রিয়ালই।সূত্র: গোল ডটকম

প্রকাশ :আগস্ট ৩০, ২০১৮ ১০:৫৮ পূর্বাহ্ণ