১৯শে জানুয়ারি, ২০২৫ ইং | ৫ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | সকাল ৯:৩৮

নয়াপল্টনে জনসভার অনুমতি পেল বিএনপি

নিজস্ব প্রতিবেদক:

বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ১ সেপ্টেম্বর রাজধানীতে সমাবেশের অনুমতি পেয়েছে বিএনপি।

সমাবেশের অনুমতির বিষয়ে জানতে বুধবার দুপুরে ঢাকা মেট্রোপলিটন পুলিশের কার্যালয়ে গেলে এ অনুমতি দেওয়া হয় বলে জানিয়েছেন বিএনপির প্রতিনিধিদলের সদস্য আব্দুস সালাম আজাদ।

তিনি জানান, ১ সেপ্টেম্বর রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনের রাস্তায় সমাবেশ করার অনুমতি দেওয়া হয়েছে।

এর আগে সমাবেশের অনুমতির বিষয়ে জানতে দুপুরে বিএনপির কার্যালয়ে যায় বিএনপির একটি প্রতিনিধিদল।

প্রতিনিধিদলে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য আবুল খায়ের ভূঁইয়া, বিএনপির কেন্দ্রীয় প্রচার সম্পাদক শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি ও সহ-সাংগঠনিক সম্পাদক আব্দুস সালাম আজাদ ছিলেন।

বিএনপির ৪০তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে রাজধানীতে সমাবেশের কর্মসূচি ঘোষণা করে অনুমতির জন্য আবেদন করে দলটি। রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনের রাস্তা অথবা সোহরাওয়ার্দী উদ্যানে সমাবেশ করতে চেয়েছিল দলটি।

প্রকাশ :আগস্ট ২৯, ২০১৮ ৫:০৩ অপরাহ্ণ