২২শে নভেম্বর, ২০২৪ ইং | ৭ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ | দুপুর ১২:৩৭

পিয়ংইয়ং দখলের ষড়যন্ত্র করছে যুক্তরাষ্ট্র!

আন্তর্জাতিক ডেস্ক:

পম্পেওর সফর বাতিলের পর উত্তর কোরিয়া রাষ্ট্রীয় পত্রিকা কঠোর ভাষায় যুক্তরাষ্ট্রের সমালোচনা করেছে। রবিবার প্রকাশিত এক প্রতিবেদনে তীব্র সমালোচনা করে বলেছে,যুক্তরাষ্ট্র উত্তর কোরিয়ার সাথে দ্বিমুখী নীতি অবলম্বন করছে এবং দেশটির সরকারের বিরুদ্ধে অপরাধমূলক ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে।

দক্ষিণ কোরিয়ার সংবাদমাধ্যমের উদ্ধৃতি দিয়ে উত্তর কোরিয়ার রোডং সিনমুন পত্রিকা বলে, পিয়ংইয়ং দখল করার উদ্দেশ্যে যুক্তরাষ্ট্রের বিশেষ একটি দল জাপানের আকাশে মহড়া দিচ্ছে। এসব পদক্ষেপ থেকে প্রমাণিত হয় যুক্তরাষ্ট্র উত্তর কোরিয়ার বিরুদ্ধে যুদ্ধ শুরু করতে একটা অপরাধমূলক ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে। আমরা যুক্তরাষ্ট্রের এই দ্বিমুখী ভঙ্গি বিশেষ গুরুত্বের সাথে লক্ষ্য করছি। তারা মানুষকে গোপনে হত্যাযজ্ঞে সক্ষম বিশেষ দলের মহড়া চালাচ্ছে; আবার একই সাথে মুখে হাসি নিয়ে আলোচনায় বসছে, সংলাপ চালাচ্ছে।

দক্ষিণ কোরিয়ার রাজধানী সিউলে যুক্তরাষ্ট্রের দূতাবাসের মুখপাত্র বলেন, তিনি পত্রিকায় বর্ণিত এই মহড়া সম্পর্কে কিছু জানেন না। রোডং সিনমুনের সম্পাদকীয়তে পম্পেওর সফরের কথা উল্লেখ না করলেও, যুক্তরাষ্ট্রকে অর্থহীন সামরিক জুয়া না খেলে সিঙ্গাপুর বৈঠকের সিদ্ধান্ত প্রয়োগের আহ্বান জানানো হয়েছে। সেখানে দুই দেশের নেতা কোরীয় উপত্যকাকে পরমাণু অস্ত্রমুক্ত করে শান্তি প্রতিষ্ঠার প্রতিশ্রুতি দিয়েছিলেন।

মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেওর শীঘ্রই উত্তর কোরিয়া সফরে যাওয়ার কথা ছিল। কিন্তু প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তা বাতিল করেন। তার মানেই হচ্ছে- জুন মাসে সিঙ্গাপুরে উত্তর কোরিয়ার নেতা কিম জং উন এবং প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্যে বৈঠক অনুষ্ঠিত হওয়ার পর আর আলোচনায় তেমন কোনো অগ্রগতি হয়নি।

উত্তর কোরিয়ার পরমাণু কর্মসূচি সম্পূর্ণ বিলুপ্ত করতে পরিমাপযোগ্য বিভিন্ন পদক্ষেপ নেয়ার জন্য চাপ দিচ্ছেন পম্পেও। কিন্তু উত্তর কোরিয়ার সরকার চাইছে আগে যুক্তরাষ্ট্র তাদের কঠোর পদক্ষেপগুলো শিথিল করুক বা বিভিন্ন ক্ষেত্রে ছাড় দিক।

এদিকে দক্ষিণ কোরিয়ান রেডিওর একটি সূত্র উদ্ধৃত করে রোডং সিনমুন পত্রিকা জানায়, মার্কিন ড্রোন হামলার অংশ হিসেবে মার্কিন বিশেষ ইউনিট ফিলিপাইনের কাছে পাঠানো হয়েছে। দক্ষিণ কোরিয়ার পররাষ্ট্রমন্ত্রী বলেছেন, উত্তর কোরিয়া ও যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী টেলিফোনে বিভন্ন প্রসঙ্গে আলাপ করেছেন এবং পম্পেওর সফর বাতিলের ব্যাপারে কথা বলেছেন।

প্রকাশ :আগস্ট ২৮, ২০১৮ ৫:৩২ অপরাহ্ণ