১৯শে জানুয়ারি, ২০২৫ ইং | ৫ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | সকাল ৬:২৬

শ্বশুর-শাশুড়িকে কোপালেন পুত্রবধূ

অপরাধ ডেস্ক:
রাজশাহী নগরীতে বৃদ্ধ শ্বশুর-শাশুড়িকে কুপিয়ে মারাত্মকভাবে আহত করেছেন এক পুত্রবধূ। মঙ্গলবার বেলা পৌনে ১১টার দিকে নগরীর বহরমপুর অচিনতলা এলাকায় এ ঘটনা ঘটে।

আহতরা হলেন- ওই এলাকার আব্দুর রাকিব (৬৫) ও তার স্ত্রী সুফিয়া বেগম (৬০)। এ ঘটনায় তাদের পুত্রবধূ দিল আফরোজ ওরফে আফরোজাকে (৩০) হেফাজতে নিয়েছে পুলিশ।

নগরীর রাজপাড়া থানার পরিদর্শক (তদন্ত) মশিউর রহমান এ তথ্য নিশ্চিত করে বলেন, সকালে পারিবারিক বিরোধের জেরে শ্বশুর আব্দুর রাবিককে ধারালো হাঁসুয়া দিয়ে কোপ দেন দিল আফরোজ। এ সময় স্বামীকে বাঁচাতে গিয়ে পুত্রবধূর হাঁসুয়ার কোপে শাশুড়ি সুফিয়া বেগমও আহত হন। স্থানীয়দের সহায়তায় তাদের রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে নেয়া হয়। মাথায় গুরুতর আঘাত নিয়ে তারা হাসপাতালের ৮ ও ৩০ নম্বর ওয়ার্ডে চিকিৎসাধীন রয়েছেন।

তিনি আরও বলেন, অভিযুক্ত পুত্রবধূকে হেফাজতে নিয়েছে পুলিশ। তবে তার স্বামী কামাল হোসেনকে পাওয়া যায়নি। এনিয়ে আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে বলে জানান এই পুলিশ কর্মকর্তা।

প্রকাশ :আগস্ট ২৮, ২০১৮ ৫:০৫ অপরাহ্ণ