অনলাইন ডেস্ক:
লন্ডন হামলায় ব্রিটেনকে ভ্রমণ নিষেধাজ্ঞা বহালের বিষয়ে আরো কঠোর হতে আহবান জানিয়েছেন ডোনাল্ড ট্রাম্প। এর ওপর ভিত্তি করে তার বহুল বিতর্কিত ভ্রমণ নিষেধাজ্ঞা বহাল করার পক্ষে আহ্বান জানিয়েছেন তিনি। এ খবর দিয়েছে বার্তা সংস্থা এপি।
লন্ডন হামলার পর প্রেসিডেন্ট ট্রাম্প তার টুইটে বলেছেন, আমাদেরকে আরো স্মার্ট হতে হবে। আরো নজরদারি বাড়াতে হবে। আরো কঠোর হতে হবে। আমাদের অধিকার আমাদের কাছে ফিরিয়ে দেয়া উচিত আদালতের। নিরাপত্তার বাড়তি মাত্রা হিসেবে আমাদের প্রয়োজন ভ্রমণ নিষেধাজ্ঞা।
উল্লেখ্য, ২০ শে জানুয়ারি যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নেয়ার পরই প্রেসিডেন্ট ট্রাম্প প্রথম দফায় ৭টি মুসলিম প্রধান দেশের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রে ভ্রমণ নিষেধাজ্ঞা জারি করেন নির্বাহী আদেশের মাধ্যমে। কিন্তু আদালত সেই নিষেধাজ্ঞা আটকে দেয়। এরপর তিনি দ্বিতীয় দফায় ৬টি মুসলিম প্রধান দেশের বিরুদ্ধে একই নিষেধাজ্ঞা দেন। এবার বাকি রাখা হয় ইরাককে। তার এ নিষেধাজ্ঞাও আদালত আটকে দিয়েছে। ফলে ক্ষমতার প্রথম দিকেই বড় ধরনের ধাক্কা লাগে তার গায়ে।
কয়েকদিন আগে ওই নিষেধাজ্ঞা চালু করার ব্যাপারে যুক্তরাষ্ট্রের সুপ্রিম কোর্টে আবেদন করেছে ট্রাম্প প্রশাসন। তারপর এ বিষয়ে এটাই প্রেসিডেন্ট ট্রাম্পের প্রথম টুইট। লন্ডন যখন আতঙ্কে কাঁপছে তখন সেই সুযোগ নিয়ে তার ভ্রমণ নিষেধাজ্ঞা সচল করা সংক্রান্ত ওই টুইট নিয়ে বিস্তর সমালোচনাও হচ্ছে।
শনিবার রাতে লন্ডন ব্রিজ ও বরো মার্কেট এলাকায় হামলা চালায় তিন ব্যক্তি। এ সময় তারা পথচারীর ওপর ভ্যান উঠিয়ে দেয়। বরো মার্কেট এলাকায় গিয়ে এলোপাতাড়ি ছুরিকাঘাত করে। এতে কমপক্ষে ৬ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন অনেক মানুষ। ত্বরিত পদক্ষেপ নিয়ে পুলিশ অভিযান চালায়।
দৈনিক দেশজনতা/এমএম