১৮ই জানুয়ারি, ২০২৫ ইং | ৪ঠা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | সকাল ৯:৫০

শতাধিক যাত্রী নিয়ে যমুনায় নৌকাডুবি, নিখোঁজ ৩

মানিকগঞ্জ প্রতিনিধি:
ঈদুল আজহা উদযাপন শেষে ঢাকায় ফেরার পথে মানিকগঞ্জের যমুনা নদীতে শতাধিক যাত্রী নিয়ে একটি নৌকা ডুবে গেছে।

মঙ্গলবার সকাল সাড়ে ১০টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

যাত্রীবাহী ট্রলারটি পাবনার কাজিরহাট থেকে আরিচা ঘাটে আসার পথে চরশিবালয় এলাকায় ডুবে যায়।

যাত্রীদের মধ্যে সবাই তীরে উঠতে সক্ষম হলেও দুই শিশুসহ তিনজন নিখোঁজ রয়েছেন।

তীরে সাঁতরে ওঠা আলহাজ নামের এক যাত্রী জানান, তিনিসহ প্রায় সবাই তীরে উঠতে পারলেও তার বাবা নুর বখ্ত(৫০)সহ দুই শিশুকে খুজে পাওয়া যাচ্ছেনা। নিখোঁজ নুর বখত সাভার ইপিজেড এ চাকুরী করেন।

নৌকাটিতে আনুমানিক শতাধিক যাত্রী ছিল বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

শিবালয় থানার ওসি হাবিবুল্লাহ সরকার জানান, ইতিমধ্যে দুর্ঘটনাস্থলে পুলিশ স্পিডবোট নিয়ে গেছে।

নিখোঁজ যাত্রীদের উদ্ধারে স্থানীয় লোকজন ও ফায়ার সার্ভিসের ডুবুরী দল কাজ চালিয়ে যাচ্ছে।

প্রকাশ :আগস্ট ২৮, ২০১৮ ১:০২ অপরাহ্ণ