১৯শে জানুয়ারি, ২০২৫ ইং | ৫ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | রাত ১:১৭

১৩ বছর আগেই ঠিক হয়েছিল প্রিয়াঙ্কার বিয়ে!

বিনোদন ডেস্ক:
আজ থেকে ১৩ বছর আগেই স্থির হয়েছিল প্রিয়াঙ্কা ও নিকের বিয়ে। তখন নিকের বয়স মাত্র ১২। আর প্রিয়ঙ্কার বয়স ২৩। তবে তারা বা তাদের পরিবার-পরিজন নন, সেই সময়েই তাদের বিয়ে স্থির করেছিল তাদের ভাগ্যরেখা।
এমনটি দাবি জ্যোতিষীর।
জানা গেছে, ২০০৫ সালে এক বিনোদনের ম্যাগাজিনে জ্যোতিষী সঞ্জয় বি জুমানি জানান, ৩৬ বছর বয়সেই বিয়ে হবে প্রিয়াঙ্কা চোপড়ার। জুমানির ভবিষ্যদ্বাণী মিলিয়ে এই বছরই বিয়ে করছেন প্রিয়াঙ্কা।

তবে শুধু বিয়েই নয়। প্রিয়ঙ্কার নাকি রাজনৈতিক যোগও রয়েছে। তাই জল্পনা শুরু হয়ে গেছে, কবে রাজনীতিতে যোগ দিচ্ছেন প্রিয়াঙ্কা?

সঞ্জয় জুমানি জানিয়েছেন, প্রিয়াঙ্কার নিউমেরলজি সংখ্যা ৯। যাদের নিউমেরলজি সংখ্যা ৯, তাদের সহায় থাকে মঙ্গল। যে কোনও জায়গায় নেতৃত্ব দিতে এরা দক্ষ। আর তাই প্রিয়াঙ্কা চোপড়া এখন বলিউড পেরিয়ে হলিউডেও প্রবেশ করে সেখানেও গড়ে তুলছেন রাজপাট।

প্রকাশ :আগস্ট ২৪, ২০১৮ ১০:৪৩ পূর্বাহ্ণ