জেলা প্রতিনিধি:
রাঙামাটির বাঘাইছড়িতে মিশন চাকমা (৩০) নামে এক যুবককে পিটিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।
বুধবার রাতে উপজেলার দুর্গম উত্তর বঙ্গলতলী এলাকায় এই ঘটনা ঘটে।
বঙ্গলতলী ইউপি চেয়ারম্যান জ্ঞান জ্যোতি চাকমা জানান, বঙ্গলতলী এলাকার বাসিন্দা মিশন চাকমা এক মহাজনের কাছ থেকে জঙ্গল থেকে বাঁশ টাকার জন্য অগ্রিম এক লাখ টাকা নেন। বুধবার স্থানীয় দোকানে বসে তিনি ওই টাকা ১০-১৫ জন বাঁশ কাটার শ্রমিকের মাঝে ভাগ করে দেন। পরে রাতে দোকান থেকে বাসায় ফেয়ার পথে দুর্বৃত্তরা আতর্কিতে গাছের ডাল দিয়ে তার মাথায় আঘাত করে। এ সময় চিৎকার শুনে স্থানীয় লোকজন ঘটনাস্থলে গিয়ে দেখতে পায় মিশন চাকমার রক্তাক্ত মৃতদেহ পড়ে আছে।
তিনি আরও জানান, খবর পেয়ে বৃহস্পতিবার সকালে বাঘাইছড়ি থানার ওসি আমীর হোসেনের নেতৃত্বে একদল পুলিশ ঘটনাস্থলে গেছে। তবে স্থানীয় গ্রামবাসীরা মিশন চাকমার মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালে নিয়ে যেতে দেয়নি।
ওসি আমীর হোসেন বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন।
অন্যদিকে নিহত মিশন চাকমাকে নিজেদের সমর্থক বলে দাবি করছে সংস্কারপন্থী জনসংহতি সমিতি ও ইউপিডিএফ।
সংস্কারপন্থী জনসংহতি সমিতির বাঘাইছড়ি উপজেলা শাখার সভাপতি সুরেশ কান্তি চাকমা বলেন, নিহত মিশন আমাদের সমর্থক ছিলেন। তাকে ইউপিডিএফ হত্যা করেছে।
তবে ইউপিডিএফের মুখপাত্র মাইকেল চাকমা বলেন, মিশন আমাদের সমর্থক ছিলেন। তাকে হত্যার পর জনসংহতি সমিতি এখন নিজেদের সমর্থক বলে দাবি করছে।