১০ই ডিসেম্বর, ২০২৫ ইং | ২৫শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ | রাত ২:৫৩

সাংবাদিক কুলদীপ নায়ার আর নেই

আন্তর্জাতিক ডেস্ক:

বিশিষ্ট ভারতীয় সাংবাদিক ও কলাম লেখক কুলদীপ নায়ার আর নেই। বৃহস্পতিবার সকালে দিল্লির একটি হাসপাতালে তিনি মারা যান। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৯৫ বছর।

কুলদীপ নায়ারের জন্ম ১৯২৩ সালের ১৪ অগাস্ট ব্রিটিশ ভারতের পাঞ্জাবের শিয়ালকোটে (বর্তমানে পাকিস্তানে)। তার বাবা ছিলেন নামকরা চিকিত্সক।

কুলদীপ নায়ার আইন শাস্ত্রে লেখাপড়া করেও তিনি কর্মজীবন শুরু করেন উর্দু পত্রিকা দৈনিক আনজামের একজন প্রতিবেদক হিসেবে। পরবর্তী সময়ে নিজেকে বহুমাত্রিক পরিচয়ে বিস্তৃত করেন।

কুলদীপ নিজেকে অবশ্যই ভারতীয় মনে করতেন, তার চেয়েও বেশি মনে করতেন উপমহাদেশীয়। তিনি বাংলাদেশ ও ভারতের মধ্যে মৈত্রী চেয়েছিলেন।

ভারতের ইংরেজি দৈনিক ইনডিয়ান এক্সপ্রেস এবং স্টেটসম্যান সম্পাদনা করেছিলেন কুলদীপ নায়ার। তিনি ছিলেন সেইসব সাংবাদিকদের একজন, যারা সত্তরের দশকে ইন্দিরা গান্ধীর সময়ে জরুরি অবস্থা জারির বিরোধিতায় সরব হয়েছিলেন। এ জন্য তাকে কারাগারেও যেতে হয়েছিল।

কুলদীপ নায়ারের আত্মজীবনী ‘বিয়ন্ড দ্য লাইনস’ বা সীমার ওপারে। তার কলাম ‘বিটুইন দ্য লাইন’ দেশ-বিদেশের ১৭টি ভাষার ৮০টি পত্রিকায় ছাপা হয়।

প্রকাশ :আগস্ট ২৩, ২০১৮ ১২:৩৫ অপরাহ্ণ