১৮ই জানুয়ারি, ২০২৫ ইং | ৪ঠা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | সন্ধ্যা ৬:২৯

৫ জানুয়ারির নির্বাচনের পুনরাবৃত্তি হতে দেয়া হবে না: মির্জা আলমগীর

নিজস্ব প্রতিবেদক:

২০১৪ সালের ৫ জানুয়ারির মতো একদলীয় নির্বাচন বাংলাদেশে আর হতে দেবে না বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। রোববার দুপুরে একটি অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন।

মির্জা ফখরুল বলেন, বিএনপি গণতন্ত্রে বিশ্বাস করে। আমরা উদারপন্থী রাজনৈতিক দল। আমরা নির্বাচন করেই রাষ্ট্রপরিচালনায় যেতে চাই। কিন্তু সেই নির্বাচন হতে হবে অবশ্যই সকলের কাছে গ্রহণযোগ্য। সেই নির্বাচনে যাতে সবাই ভোট দিতে পারে। লেভেল প্লেয়িং ফিল্ড থাকতে হবে। ২০১৪ সালের ৫ জানুয়ারি মার্কা আর কোনো নির্বাচন দেশে হবে না। এবার মানুষ ঐক্যবদ্ধ হয়েছে। দেশনেত্রীর নেতৃত্বে সহায়ক সরকারের অধীনে নিরপেক্ষ নির্বাচনের দাবি আমরা আদায় করবো।

স্বেচ্ছাসেবক দলের সভাপতি শফিউল বারী বাবুর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক আব্দুল কাদের ভুইয়া জুয়েলের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন- বিএনপির যুগ্ম মহাসচিব ও ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি হাবীব উন নবী খান সোহেল, স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম সম্পাদক সাইফুল ইসলাম ফিরোজ প্রমুখ।

দৈনিক দেশজনতা/ এমএইচ

 

প্রকাশ :জুন ৪, ২০১৭ ৩:৩৯ অপরাহ্ণ