১৮ই জানুয়ারি, ২০২৫ ইং | ৪ঠা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | সন্ধ্যা ৬:৫৭
LOS ANGELES, CA - AUGUST 18: Winona Ryder (L) and Keanu Reeves attend a photo call for Regatta's "Destination Wedding" at the Four Seasons Hotel Los Angeles at Beverly Hills on August 18, 2018 in Los Angeles, California. (Photo by Kevin Winter/Getty Images)

২৬ বছর ধরে বিবাহিত!

বিনোদন ডেস্ক:
এইতো কয়েক দিন আগেই কিয়ানু রিভস জানতে পারলেন, ২৬ বছর আগে তিনি বিয়ে করেছিলেন সহ-অভিনেত্রী উইনোনা রাইডারকে। শুধু তা-ই নয়, এত্তগুলো বছর ধরে তাঁরা বিবাহিতই রয়ে গেছেন। পুরো বিষয়টা খোলাসা করেছেন স্বয়ং উইনোনা। এ দুই হলিউড তারকাকে আবার একত্রে দেখা যাবে নতুন ছবি ‘ডেস্টিনেশন ওয়েডিং’-এ। সে উপলক্ষে একটি অনুষ্ঠানে উপস্থিত হয়েছিলেন দুজন। সেখানেই কথা প্রসঙ্গে উইনোনা বলেন, “১৯৯২ সালে ‘ড্রাকুলা’ ছবিতেই আমরা বিয়ে করেছিলাম। ছবির পরিচালক ফ্রান্সিস ফোর্ড কপোলা আমাদের চরিত্র দুটির বিয়ের জন্য একজন আসল রোমানিয়ান পাদ্রিকে নিয়ে এসেছিলেন। তিনি সত্যিকারের সব আনুষ্ঠানিকতাও পালন করেছিলেন।”

ঠিক তখন কিয়ানু জিজ্ঞেস করেন, “আমরা কি ‘হ্যাঁ’ বলেছিলাম?” উত্তরে উইনোনা বলেন, “কেন, তোমার মনে নেই? আর সেই দিনটাও ছিল ‘ভালোবাসা দিবস’।”

এটা শোনার পর ‘স্পিড’ তারকার মুখ থেকে বেরিয়ে আসে, “ওরে বাবা, তাহলে তো আমরা বিবাহিতই!”

প্রকাশ :আগস্ট ২১, ২০১৮ ১০:২৪ পূর্বাহ্ণ