১৮ই জানুয়ারি, ২০২৫ ইং | ৪ঠা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | সন্ধ্যা ৬:৫৫

৭০ হাজার পিস ইয়াবাসহ নারী গ্রেফতার

অপরাধ ডেস্ক:
চট্টগ্রামে আনোয়ারা উপজেলার রায়পুর এলাকায় অভিযান চালিয়ে ৭০ হাজার পিস ইয়াবাসহ কামরুন্নাহার (৩০) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ। আজ সকালে রায়পুরের নোয়াবাড়ি এলাকার নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতার কামরুন্নাহার একই এলাকার মো. ফরিদের স্ত্রী।

আনোয়ারা থানার সহকারী উপ-পরিদর্শক রেজাউল করিম মামুন বলেন, গোপন সূত্রে খবর পেয়ে নিজ বাড়ি থেকে ৭০ হাজার ইয়াবাসহ কামরুন্নাহারকে গ্রেফতার করা হয়েছে। কামরুন্নাহারের স্বামী ইয়াবার গডফাদার মো. ফরিদ পলাতক রয়েছে। তাকে গ্রেফতারে অভিযান চলছে।

আনোয়ারা থানার ভারপ্রাপ্ত কর্মকতা (ওসি) দুলাল মাহমুদ বিষয়টি নিশ্চিত করেছেন।

প্রকাশ :আগস্ট ২০, ২০১৮ ২:৫৪ অপরাহ্ণ