১৮ই জানুয়ারি, ২০২৫ ইং | ৪ঠা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | দুপুর ২:০২

কেরালার বন্যাদুর্গতদের পাশে শাহরুখ-প্রভাস

বিনোদন ডেস্ক:

ভারতের দক্ষিণাঞ্চলীয় রাজ্য কেরালায় কয়েক দিনের ভারি বর্ষণের ফলে সৃষ্ট বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ৩৬০ জনে দাঁড়িয়েছে। গত এক শতাব্দীর মধ্যে এমন ভয়াবহ বন্যায় গৃহহীন হয়েছেন অন্তত দেড় লাখ। বন্যা দুর্গত কেরালা এখন মৃত্যুপুরীতে পরিণত হয়েছে। বন্যায় আক্রান্তদের সহায়তার হাত বাড়িয়ে দিয়েছেন বলিউড তারকারা।

বলিউডের বহু তারকা বন্যা দুর্গত মানুষের পাশে এসে দাঁড়িয়েছেন। তবে এই প্রথমবারের মতো ‘বাহুবলী’ খ্যাত তামিল তারকা প্রভাস অসহায় মানুষগুলোর পাশে দাঁড়িয়ে নতুন নজির গড়লেন। সাউথের এ সুপারস্টার মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিলে এক কোটি ২৩ লাখ ৪৫ হাজার রুপি (বাংলাদেশি টাকায় প্রায় এক কোটি ৪৭ লাখ) দান করেছেন। ভারতীয় সংবাদমাধ্যম ডিএনএ এর এক প্রতিবেদনে এ তথ্য পাওয়া গেছে।

অন্যদিকে শাহরুখ খানের ‘মীর ফাউন্ডেশন’ ২১ লাখ রুপি (২৫ লাখ টাকা) দিয়ে কেরালার পাশে দাঁড়িয়েছেন। এছাড়াও অক্ষয় কুমার, কেরালা অভিনেতা আল্লু অর্জুনও অনুদান দিয়েছেন।
ক্যাটরিনা কাইফ, আনুষ্কা শর্মা, অমিতাভ বচ্চন, অভিষেক বচ্চন, বিদ্যা বালনও সামাজিক যোগাযোগ মাধ্যমে কেরালার পাশে দাঁড়ানোর বার্তা দিয়েছেন।

প্রকাশ :আগস্ট ২০, ২০১৮ ১:৪৪ অপরাহ্ণ