খুলনা প্রতিবেদক:
খুলনার খালিশপুরে মেঘনা তেল ডিপোতে ভয়াবহ বিস্ফোরণ ও অগ্নিকাণ্ডে দুজন নিহত হওয়ার খবর পাওয়া গেছে। এ দুর্ঘটনায় দগ্ধ হয়েছে আরও নয়জন। আজ সোমবার বেলা পৌনে ১১টার দিকে মহানগরীর খালিশপুরের নতুন রাস্তা বিএল কলেজ সংলগ্ন ডিপোতে এ ঘটনা ঘটে। ফায়ার সার্ভিসের ৮টি ইউনিট প্রায় পৌনে এক ঘণ্টা চেষ্টার পর সাড়ে ১১টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে।
খুলনা খালিশপুর থানার ওসি মোশাররফ হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, অগ্নিকাণ্ডে দুজন নিহতের খবর পাওয়া গিয়েছে। নিহত দুই জন রাজু ও কামালের মরদেহ খুলনা মেডিকেল কলেজ (খুমেক) হাসপাতালের মর্গে রয়েছে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৮টি ইউনিট কাজ করছে। আগুন লাগার কারণ জানা যায়নি বলে তিনি জানিয়েছেন।
খুলনা ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক মো. রেজাউল করিম বলেন, এ অগ্নিকাণ্ডে দগ্ধদেরকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে আনা হয়েছে। এদের মধ্যে কয়েকজনের অবস্থা আশংকাজনক। দগ্ধ নয় শ্রমিকের মধ্যে ছয়জনের নাম জানা গেছে। তারা হলেন- মোজাম্মেল হক (৩৫), আ. ওহাব (৪৫), আনোয়ার হোসেন (৪০), অনু (২৫), ইসমাইল (৫৫), রুবেল (২৬)। তাদেদের খুমেক হাসপাতালে ভর্তি করা হয়েছে।