আন্তর্জাতিক ডেস্ক:
নাইজেরিয়ায় বোমা হামলা চালিয়েছে জঙ্গিরা। দেশটির উত্তরপূর্বাঞ্চলে এক গ্রামে রবিবার গভীর রাতে এ হামলা চালানো হয়। এতে অন্তত ১৯ জন নিহত হয়েছে। হামলা থেকে বেঁচে যাওয়া এক ব্যক্তির বরাতে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, রবিবার রাত ২ টার দিকে বর্নো প্রদেশের গুজমালা অঞ্চলের মাইলারি গ্রামে ওই হামলা চালানো হয়। আবাচা ওমর নামে এক নাইজেরীয় ওই হামলায় বেঁচে যান।
জঙ্গিরা বোকো হারাম নাকি আইএসের সদস্য তা নিশ্চিত করে বলতে পারেননি তিনি।
ওমর জানিয়েছেন, এই হামলায় ১৯ জন নিহত হয়েছে। নিহতদের মধ্যে তার ছোট ভাইও ছিল।
প্রসঙ্গত, জঙ্গি গোষ্ঠী বোকো হারাম ও আইএস প্রায়ই নাইজেরিয়ায় হামলা চালিয়ে থাকে। দেশটির সরকার তাদের দমন করার চেষ্টা করছে। কিন্তু সম্প্রতি জঙ্গি হামলা আরো ভয়াবহ আকার ধারণ করেছে।