খাগড়াছড়ি প্রতিনিধি:
খাগড়াছড়ির স্বনির্ভর এলাকায় সন্ত্রাসীদের এলোপাতাড়ি গুলিতে ছয় জন নিহতের প্রতিবাদে সকাল থেকে আধাবেলা সড়ক অবরোধ চলছে।
আজ সোমবার সকাল ৬টা থেকে থেকে এই কর্মসূচি পালিত হচ্ছে। চলবে বেলা ২টা পর্যন্ত। ইউপিডিএফ সমর্থিত তিনটি পাহাড়ি সংগঠন পাহাড়ি ছাত্র পরিষদ, হিল উইমেন্স ফেডারেশন এবং গণতান্ত্রিক যুব ফোরাম এই সড়ক অবরোধের ডাক দেন।
এতে করে খাগড়াছড়ির সঙ্গে দূরপাল্লার সব ধরনের যান চলাচল বন্ধ রয়েছে। চলছে না অভ্যন্তরীণ রুটের যানবাহনও। তবে অবরোধের সমর্থনে কোথাও কোনো পিকেটিংয়ের খবর পাওয়া যায়নি।
খাগড়াছড়ি সদর থানার ওসি সাহাদাৎ হোসনে টিটো সাংবাদিকদের বলেন, অবরোধকে কেন্দ্র করে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে।
উল্লেখ্য, খাগড়াছড়ি সদর উপজেলার স্বনির্ভর বাজারে গত শনিবার আধিপত্য বিস্তার নিয়ে দু’পক্ষের গোলাগুলিতে ছয়জনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে তিনজন। তবে নিহতরা সবাই ইউপিডিএফ-এর প্রসিত বিখাশ গ্রুপের সদস্য।