১৮ই জানুয়ারি, ২০২৫ ইং | ৪ঠা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | দুপুর ১২:৫৯

অভিষেকেই জয় রোনাল্ডোর

ক্রীড়া ডেস্ক:
সিরিআর উদ্বোধনী ম্যাচে কিয়েভোকে ৩-২ গোলে হারিয়েছে জুভেন্টাস। এটিই ছিল ইতালিয়ান জায়ান্টদের হয়ে ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর অভিষেক ম্যাচ। জয় দিয়ে তা স্মরণীয় করে রাখলেন তিনি। স্মরণীয় ম্যাচে দুই-একবার ঝলক দেখালেও গোল পাননি সিআর সেভেন।

শনিবার প্রতিপক্ষের মাঠে শুরুটা দারুণ হয় জুভেন্টাসের। ৩ মিনিটে দলকে লিড এনে দেন স্যামি খেদিরা। এগিয়ে গিয়ে দারুণ আত্মবিশ্বাসী হয়ে ওঠেন জুভরা। মুহুর্মুহু আক্রমণে কিয়োভোকে ব্যতিব্যস্ত করে রাখেন তারা। তবে স্রোতের বিপরীতে ৩৮ মিনিটে সমতায় ফেরে বিপক্ষ দল। জাক্কেরিনির চমৎকার ক্রসে হেডে জাল খুঁজে নেন স্তেপিনিস্কি। এতে ১-১ সমতা নিয়ে বিরতিতে যায় দুদল।

বিরতির পর এগিয়ে যায় কিয়োভো। ৫৬ মিনিটে জাক্কেরিনিকে জোয়াও কানসেলো ফাউল করলে পেনাল্টি পায় দলটি। সফল স্পটকিকে বল জালে জড়ান জাক্কেরিনি। পিছিয়ে পড়ে টনক নড়ে জুভেন্টাসের। গোল পরিশোধে মরিয়া হয়ে পড়েন ডিফেন্ডিং চ্যাম্পিয়নরা। সুফলও পায়; ৭৫ মিনিটে বানির আত্মঘাতী গোলে খেলায় ফেরে তারা।

৮৭ মিনিটে বল জালে পাঠান বদলি মারিও মানজুকিচ। গোলের বাঁশিও বাজান রেফারি। তবে এর ঘোর বিরোধিতা জানায় কিয়োভো। তাদের প্রতিবাদের মুখে ভিএআরের সহায়তা নেন রেফারি। তাতে দেখা যায়, বলটি রোনাল্ডোর হ্যান্ডবল ছিল। ফলে গোলটি বাতিল ঘোষণা করতে বাধ্য হন রেফারি।

এই যখন পরিস্থিতি, তখন ম্যাচ ড্র হবে বলেই মনে হচ্ছিল। কিন্তু নাটকের তখনও বাকি ছিল। ইনজুরি টাইমের তৃতীয় মিনিটে দলকে এগিয়ে নেন বের্নার্দেস্কি। আলেক্স সান্দ্রোর পাস ধরে নিশানাভেদ করেন তিনি। এতে জয় নিয়ে মাঠ ছাড়েন ম্যাসিমিলিয়ানো অ্যালেগ্রির শিষ্যরা।

প্রকাশ :আগস্ট ১৯, ২০১৮ ১২:০৪ অপরাহ্ণ