১৯শে জানুয়ারি, ২০২৫ ইং | ৫ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | সকাল ৬:১২

৭ মামলায় জামিন পেলেন বিএনপি নেতা খায়রুল কবির খোকন

নিজস্ব প্রতিবেদক:

বিএনপির যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন নাশকতার ৭ মামলায় জামিন মঞ্জুর করেছেন আদালত।

রোববার (০৪ জুন) ঢাকা ও নরসিংদী থানায় দায়ের করা নাশকতার ৭ মামলায় জামিন মঞ্জুর করেছেন হাইকোর্ট বেঞ্চ। মামলাগুলোর মধ্যে রয়েছে- পল্টন থানায় ৪টি, গুলশান থানায় ৩টি ও নরসিংদী থানায় একটি ।

২০১৫ সালে সারাদেশে হরতাল, অবরোধ চলাকালে বিভিন্ন গাড়িতে ভাঙচুর, অগ্নিসংযোগসহ বিভিন্ন নাশকতার ঘটনায় তার বিরুদ্ধে এসব মামলা দায়ের করা হয়। এর আগে ১৪টি মামলায় স্থায়ী জমিন চেয়ে ৪ মে ঢাকা মুখ্য মহানগর হাকিম (সিএমএম) আদালতে হাজির হন বিএনপির এই নেতা। আদালত ৭টি মামলায় জামিন মঞ্জুর করলেও বাকী মামলায় জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেন।

দৈনিক দেশজনতা/এমএম

প্রকাশ :জুন ৪, ২০১৭ ২:৪৯ অপরাহ্ণ