নিজস্ব প্রতিবেদক:
মোবাইল ফোনের কলরেট বাড়ানোর সিদ্ধান্ত বাতিলের দাবি জানিয়েছে বাংলাদেশ মুঠোফোন গ্রাহক অ্যাসোসিয়েশন। শনিবার জাতীয় প্রেস ক্লাবের সামনে এক মানববন্ধনে এ দাবি জানানো হয়।
বক্তারা বলেন, টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন গ্রাহকদের স্বার্থ বিবেচনায় না নিয়ে ভয়েস কলের ফ্লোর রেটের কলরেট ২৫ পয়সা থেকে বাড়িয়ে ৪৫ পয়সা করে নির্ধারণ করেছে। অথচ গণশুনানি না করে কলরেট বাড়ানোর সিদ্ধান্ত অগণতান্ত্রিক ও অনৈতিক। নতুন কলরেটের ফলে গ্রাহকের পকেট থেকে বছরে ৬ হাজার কোটি টাকা অতিরিক্ত আদায় করা হবে। তাই গ্রাহকের স্বার্থ বিবেচনা করে নতুন কলরেট বাতিলের দাবি জানান তারা।
মানববন্ধনে সংহতি জানিয়ে সিপিবির সম্পাদক মণ্ডলীর সদস্য রুহিন হোসেন প্রিন্স বলেন, শুধু অপারেটরদের আবেদনের পরিপ্রেক্ষিতে লোকচক্ষুর অন্তরালে এই মূল্য বৃদ্ধি মেনে নেওয়া যায় না। দ্রুত এ সিদ্ধান্ত বাতিল করে জনগণের কাছ থেকে নেওয়া অতিরিক্ত অর্থ তাদের ফেরত দেওয়ার দাবি জানান তিনি।
বাংলাদেশ মুঠোফোন গ্রাহক অ্যাসোসিয়েশনের সভাপতি মহিউদ্দীন আহমেদের সভাপতিত্বে মানববন্ধনে অন্যদের মধ্যে বক্তব্য দেন বাসদের কেন্দ্রীয় নেতা রাজেকুজ্জামান রতন, গণসংহতি আন্দোলনের সমন্বয়ক জোনায়েদ সাকি, সাবেক সংসদ সদস্য অধ্যাপক হুমায়ুন কবির, ন্যাশনাল কংগ্রেস বাংলাদেশের চেয়ারম্যান কাজী ছাবের আহমেদ ছাব্বির, দুর্নীতি প্রতিরোধ আন্দোলনের সভাপতি হারুন অর রশিদ খান, নাগরিক পরিষদের আহ্বায়ক মোহাম্মদ শামসুদ্দীন, সমাজাতান্ত্রিক মজদুর পার্টির সাধারণ সম্পাদক ডা. সামছুল আলম, কাজী আমান উল্যাহ মাহফুজ প্রমুখ।