১৯শে জানুয়ারি, ২০২৫ ইং | ৫ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | সকাল ৯:১০
সাবেক মহাসচিব ও নোবেল জয়ী কফি আনান

জাতিসংঘের সাবেক মহাসচিব কফি আনান আর নেই

আন্তর্জাতিক ডেস্ক:

জাতিসংঘের সাবেক মহাসচিব ও নোবেল জয়ী কফি আনান (৮০) আর নেই। অসুস্থ হয়ে পড়ার পর শনিবার সকালে সুইজারল্যাণ্ডে তার মৃত্যু হয় বলে জাতিসংঘের অভিবাসন সংস্থা এ তথ্য নিশ্চিত করেছে। সংস্থাটি টুইটারে লিখেছে, আমরা আজ একজন মহান মানুষ, নেতা ও স্বপ্নদ্রষ্টাকে হারালাম।

১৯৩৮ সালে ঘানায় জন্ম নেয়া কফি আনান ছিলেন জাতিসংঘের সপ্তম মহাসচিব। ১৯৯৭ থেকে ২০০৬ পর্যন্ত তিনি এ দায়িত্ব পালন করেন।

২০০৭ সালে প্রতিষ্ঠিত মানবাধিকার নিয়ে কাজ করা বিশ্ব নেতাদের সংগঠন দ্য এল্ডারসের সদস্য ছিলেন তিনি। ২০১৩ সালে তিনি সংস্থাটির চেয়ারম্যান নির্বাচিত হন। ২০০১ সালের ১২ অক্টোবর তিনি জাতিসংঘের সাথে যৌথভাবে নোবেল পুরস্কারে ভূষিত হন। জাতিসংঘের এ সহাসচিব মিয়ানমারে সংখ্যালঘু রোহিঙ্গা জনগোষ্ঠীর ওপর নির্যাতন-নিপীড়নের বিরুদ্ধে সোচ্চার ছিলেন। সে বিষয়ে আনান জাতিসংঘের প্রতিনিধি হিসেবে প্রতিবেদনও তৈরি করেছিলেন।

২০১৩ সালে কফি আনান মানবাধিকার সংস্থা ‘দ্য এলডার্স’ এর চেয়ারম্যান নিযুক্ত হন।

প্রকাশ :আগস্ট ১৮, ২০১৮ ৪:২৫ অপরাহ্ণ