১৯শে জানুয়ারি, ২০২৫ ইং | ৫ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | সকাল ৬:২১

রাজধানীতে অজ্ঞানপার্টির ৫৭ সদস্যসহ আটক ৭৯

নিজস্ব প্রতিবেদক:

রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে অজ্ঞানপার্টির ৫৭ সদস্যসহ ৭৯ জনকে আটক করেছে মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। শুক্রবার (১৭ আগস্ট) দিনগত রাতে অভিযান চালিয়ে তাদেরকে আটক করা হয়েছে।

শনিবার (১৮ আগস্ট) ডিএমপির উপ-কমিশনার (ডিসি) মাসুদুর রহমান জানান, রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে অজ্ঞান পার্টির ৫৭ সদস্য, জাল টাকা তৈরি চক্রের ৮ জন, ৬ জন মাদক ব্যবসায়ী এবং ছিনতাইকারী চক্রের ৮ সদস্যসহ মোট ৭৯ জনকে আটক করা হয়েছে। এ সময় তাদের কাছ থেকে ৭৫ লাখ টাকা মূল্যের জাল নোট, ৬১ হাজার ১৫০ পিস ইয়াবা এবং ছিনতাই করা ১২টি মোবাইল উদ্ধার করা হয়েছে।

প্রকাশ :আগস্ট ১৮, ২০১৮ ১:১১ অপরাহ্ণ