২২শে নভেম্বর, ২০২৪ ইং | ৭ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ | বিকাল ৪:০১

চলছে ‘বঙ্গবন্ধু ভ্রাম্যমাণ বইমেলা’

সাহিত্য ডেস্ক:
ট্রাক হলেও এটি আসলে একটি লাইব্রেরি। মানুষের কাছে গিয়ে যেনো বই পৌঁছে দেওয়া যায় তাই এ ব্যবস্থা। ট্রাকের ভেতরে থরে থরে সাজানো আছে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে নিয়ে লেখা বই।

১ অগাস্ট শুরু হওয়া ‘বঙ্গবন্ধু ভ্রাম্যমাণ বইমেলা’ শিরোনামে চমৎকার এই আয়োজনটি চলবে আগামী ৩০ অগাস্ট পর্যন্ত। ‘শ্রাবণ প্রকাশনী’ ও ‘বই নিউজ’ এর যৌথ আয়োজনে এ মেলা বড়দের পাশাপাশি শিশু-কিশোরদের মাঝেও সাড়া ফেলেছে।

বঙ্গবন্ধুর ‘অসমাপ্ত আত্মজীবনী’ ও ‘কারাগারের রোজনামচা’সহ তাকে নিয়ে লেখা খ্যাতিমান লেখকদের ১০০ বই নিয়ে গড়ে উঠেছে এ বইয়ের আড়ং। রয়েছে বঙ্গবন্ধুর ‘অসমাপ্ত আত্মজীবনী’ অবলম্বনে চিত্রিত পাঁচটি গ্রাফিক নভেল ও বঙ্গবন্ধুর ছবি নিয়ে নতুন দুটি পোস্টার।

ঢাকা ছাড়াও দেশের দশটি জেলায় ঘুরে বেড়াবে এ বইয়ের ট্রাক। ইতোমধ্যে ঢাকার গুরুত্বপূর্ণ জায়গা, শিক্ষা প্রতিষ্ঠানের ক্যাম্পাসসহ জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, গাজীপুর, মানিকগঞ্জ ও টুঙ্গিপাড়া ঘুরে এসেছে। যাবে টাঙ্গাইল, কুমিল্লা ও মুন্সীগঞ্জ।

প্রকাশ :আগস্ট ১৮, ২০১৮ ১১:৩৪ পূর্বাহ্ণ