১৮ই জানুয়ারি, ২০২৫ ইং | ৪ঠা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | বিকাল ৪:১৭

আসছে প্রিয়াংকার বিয়ের ঘোষণা!

বিনোদন ডেস্ক:
বলিউড তারকা প্রিয়াংকা চোপড়া ও মার্কিন গায়ক নিক জোনাস অনেক দিন ধরেই লাইমলাইটে। তাদের প্রেম ও বাগদানের গুঞ্জন এখন টক অব দ্য টাউন। অবশেষে সম্পর্কের কথা প্রকাশ্যে আনতে যাচ্ছেন তারা। গত বৃহস্পতিবার রাতে মুম্বাই এসেছেন নিক জোনাস। সঙ্গে ছিলেন তার মা ডেনিস ও বাবা কেভিন জোনাস সিনিয়র। তারা হবু পুত্রবধূর জন্য উপহার সামগ্রীও এনেছেন। তাদেরকে বিমানবন্দরে স্বাগত জানান প্রিয়াংকা।
বিয়ের আগে দুই পরিবারের সাক্ষাৎ হওয়া প্রিয়াংকাদের পারিবারিক ঐতিহ্য। তাই নিকের পরিবারকে ভারতে আসার জন্য জোরাজুরি করেন তারা। সেই সূত্রে এই আয়োজন। আজই বিয়ে প্রসঙ্গে আনুষ্ঠানিক ঘোষণা আসতে পারে বলে ধারণা করা হচ্ছে।

শোনা যাচ্ছে, তিন মাস ধরে চুটিয়ে প্রেম করছেন প্রিয়াংকা ও নিক জোনাস। গত মাসে বলিউড অভিনেত্রীর ৩৬তম জন্মদিনের অনুষ্ঠানে তাকে বিয়ের প্রস্তাব দেন ২৫ বছর বয়সী এই তারকা। প্রেমিককে নিরাশ করেননি ৩৬ বছর বয়সী এই সুন্দরী। তখনই তার অনামিকায় হিরেখচিত দামি একটি আংটি পরিয়ে দেন নিক।
বাগদানে প্রিয়াংকার অনামিকায় পরিয়ে দেওয়ার জন্য যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের অলঙ্কার সামগ্রীর জন্য প্রসিদ্ধ টিফানির একটি শোরুম থেকে আংটি কেনেন নিক জোনাস। ধারণা করা হচ্ছে, এর দাম ২ কোটি ১০ লাখ রুপি! গত বুধবার ফ্যাশন ডিজাইনার মনীষ মালহোত্রার একটি অনুষ্ঠানে রাভিনার সঙ্গে তোলা প্রিয়াংকার একটি ছবিতে সেই আংটি দেখা গেছে। সূত্র : টাইমস অব ইন্ডিয়া

প্রকাশ :আগস্ট ১৮, ২০১৮ ১০:৩১ পূর্বাহ্ণ