নিজস্ব প্রতিবেদক:
ভারতের প্রয়াত প্রধানমন্ত্রী অটল বিহারি বাজপেয়ীর শেষকৃত্য আজ শুক্রবার বিকেলে অনুষ্ঠিত হবে। তার শেষকৃত্যানুষ্ঠানে যোগ দেবেন বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী।
অটল বিহারি বাজপেয়ী বাংলাদেশ সময় বৃহস্পতিবার বিকাল সাড়ে ৫টার দিকে দিল্লির একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৯৩ বছর।
পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলাদেশ সরকার ভারতের সাবেক প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ীর প্রয়াণে গভীর শোক প্রকাশ করেছে।
Daily Deshjanata দেশ ও জনতার বলিষ্ঠ কণ্ঠস্বর

