১৮ই জানুয়ারি, ২০২৫ ইং | ৪ঠা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | সকাল ৯:৪২

নিয়ন্ত্রণ হারিয়ে যাত্রীবাহী পরিবহন বাস দোকানে, আহত ১০

গাইবান্ধা প্রতিনিধি:

গাইবান্ধার গোবিন্দগঞ্জে যাত্রীবাহী একটি পরিবহন বাস নিয়ন্ত্রণ হারিয়ে দোকানে ঢুকে পড়ায় বাসের যাত্রী ও ব্যবসায়ীসহ অন্তত ১০ জন হয়েছে। এসময় পাঁচটি দোকান ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানা গেছে।

বৃহস্পতিবার দিবাগত রাতে রংপুর-ঢাকা মহাসড়কের গোবিন্দগঞ্জের কোমরপুর বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে। খবর পেয়ে ফায়ার সার্ভিস, হাইওয়ে ও পুলিশ ঘটনাস্থলে এসে আহতদের উদ্ধার করে গোবিন্দগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও রংপুর মেডিকেল কলেজ (রমেক) হাসপাতালে ভর্তি করে।

গোবিন্দগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আখতারুজ্জামান জানান, আহতদের মধ্যে তিনজনের অবস্থা আশঙ্কাজনক। এছাড়া দুর্ঘটনার শিকার বাসটি উদ্ধার করা হয়েছে।

প্রকাশ :আগস্ট ১৭, ২০১৮ ১০:১৯ পূর্বাহ্ণ