বিনোদন ডেস্ক:
ঈদের আনন্দ বাড়াতে কেনাকাটা করার কোনো বিকল্প নেই, তাই তো সবাই জামা-কাপড় থেকে শুরু করে ঘর গুছানো আসবাবপত্র কেনাকাটায় ব্যস্ত থাকে। কিন্তু অভিনেতা ইভান সাইর ও অভিনেত্রী তাসনুভা তিশা এতো কিছু থাকতে তারা কেন সোফাসেট কিনতে ঈদকেই বেছে নিলেন?
এই সবকিছুর উত্তর এক সাথে মিলবে ইশতিয়াক আহমেদের পরিচালনায় নির্মিত স্বল্পদৈর্ঘ চলচ্চিত্র সোফাসেট-এ। পরিচালক ইশতিয়াক আহমেদের কাহিনী ও সংলাপে প্রধান দুই চরিত্রে অভিনয় করেছেন ইভান সাইর ও তাসনুভা তিশা। সম্প্রতি লায়নিক মাল্টিমিডিয়ার ইউটিউব চ্যানেলে মুক্ত হয়েছে একুশ মিনিট দৈর্ঘ্যের এই শর্টফিল্মটি। শর্টফিল্মের গল্পটি আনিস আর নিতুর ভালোবাসার মাঝে শখ ও অভাবকে ঘিরেই রচিত। এ প্রসঙ্গে ইশতিয়াক আহমেদ বলেন, ‘এ শর্টফিল্মের গল্পটা আসলে ওই অর্থে গল্প না। কারন এটা জীবন। আমি এখানে এক টুকরো জীবনকে তুলে আনার চেষ্টা করেছি।’
সোফাসেট নিয়ে অভিনেতা ইভান সাইর বলেন, ’এমন গল্পের প্রধান চরিত্রে অভিনয় করতে পারাটা আমার জন্য সত্যিই সৌভাগ্যের। অনুভুতি অসাধারণ কারণ, আমি মনে করি সমসাময়িক সময়ে যারা নাটক বা শর্টফিল্মে সংলাপ শুনতে পছন্দ করেন এটা তাদের অবশ্যই ভালো লাগবে। আর আমার সহশিল্পী তাসনুভা তিশা যেমন ভালো শিল্পী, তেমনি ভালো মানুষও।’
অভিনেত্রী তাসনুভা তিশা বলেন, ‘এ ধরনের গল্পে কাজ করতে পারাটা সৌভাগ্যের। কারণ এমন সুযোগ সব সময় আসে না।’
এদিকে, চলচ্চিত্রটি মুক্তি পাবার আগেই ‘জীবন গল্প’ শিরোনামে এর একটি গান ইউটিউবে অবমুক্ত হয়।পরিচালক ইশতিয়াক আহমেদের কথায় গানটি গেয়েছেন রবিন ইসলাম। লায়নিক মাল্টিমিডিয়ার ঈদ আয়োজনে আরো একাধিক গান, শর্টফিল্ম ও নাটক রেয়েছে বলে প্রযোজনা প্রতিষ্ঠানসূত্রে জানা গেছে।