১৯শে জানুয়ারি, ২০২৫ ইং | ৫ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | সকাল ৬:০৫

শিল্প এলাকায় শনিবার ব্যাংক খোলা

অর্থনীতি ডেস্ক:
কোরবানির ঈদের আগে বাংলাদেশের রপ্তানি আয়ের প্রধান খাত তৈরি পোশাক শিল্প এলাকায় সাপ্তাহিক ছুটির দিন আগামী শনিবার ব্যাংক খোলা থাকবে। সম্প্রতি বাংলাদেশ ব্যাংক এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করেছে। সব ব্যাংকের প্রধান নির্বাহীদের কাছে পাঠানো প্রজ্ঞাপনে বলা হয়েছে, পোশাক শ্রমিক এবং কর্মচারীদের বেতন, বোনাস ও অন্যান্য ভাতা পরিশোধের সুবিধার্থে শনিবার তফসিলি ব্যাংকের সংশ্লিষ্ট শাখাগুলো খোলা রাখতে হবে।

প্রজ্ঞাপনে বলা হয়, আসন্ন কোরবানির ঈদের আগে পোশাক শ্রমিক ও কর্মচারীদের বেতন, বোনাস ও ভাতা পরিশোধের জন্য ঢাকা মহানগরী, আশুলিয়া, টঙ্গী, গাজীপুর, সাভার, নারায়ণগঞ্জ ও চট্টগ্রামের পোশাক শিল্প এলাকার তফসিলি ব্যাংকের সংশ্লিষ্ট শাখা ১৮ আগস্ট শনিবার পূর্ণ দিবস খোলা রাখার পরামর্শ দেওয়া হচ্ছে।

প্রকাশ :আগস্ট ১৬, ২০১৮ ১১:৫১ পূর্বাহ্ণ