১৯শে জানুয়ারি, ২০২৫ ইং | ৫ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | সকাল ৬:১৪
মোহাম্মদ আজিজ খান

সিঙ্গাপুরের শীর্ষ ধনীর তালিকায় আজিজ খান

বিশেষ প্রতিবেদক:
সিঙ্গাপুরের শীর্ষ ৫০ ধনীর তালিকায় নাম এসেছে বাংলাদেশি ব্যবসায়ী, সামিট গ্রুপের চেয়ারম্যান মোহাম্মদ আজিজ খান ও তার পরিবারের।

যুক্তরাষ্ট্রভিত্তিক বাণিজ্য বিষয়ক সাময়িকী ফোর্বস জানিয়েছে, সিঙ্গাপুরের শীর্ষ ৫০ ধনীর তালিকায় আজিজ খান রয়েছেন ৩৪ নম্বরে।

ফোর্বসের হিসাব অনুযায়ী, গত জুলাই পর্যন্ত আজিজ খান ও তার পরিবারের সম্পদের পরিমাণ ৯১ কোটি ডলার, যা বাংলাদেশি মুদ্রায় সাড়ে সাত হাজার কোটি টাকার বেশি।

৬৩ বছর বয়সী আজিজ খান গত এক দশকের বেশি সময় ধরে সিঙ্গাপুরে বসবাস করছেন। বাংলাদেশে বিদ্যুৎ, বন্দর, ফাইবার অপটিকস, যোগাযোগ, হাসপাতাল, শিল্পাঞ্চল, আবাসন খাতে ব্যবসা রয়েছে তার মালিকানাধীন সামিট গ্রুপের। এ ছাড়া এই গ্রুপের অঙ্গ প্রতিষ্ঠান সামিট পাওয়ার ইন্টারন্যাশনাল সম্প্রতি সিঙ্গাপুর স্টক এক্সচেঞ্জে (এসজিএক্স) তালিকাভুক্ত হওয়ার প্রক্রিয়া শুরু করেছে। একই সঙ্গে এশিয়ার বিভিন্ন দেশে বিনিয়োগের জন্য এসজিএক্স থেকে অর্থ সংগ্রহ করতে চায় কোম্পানিটি।

সামিট গ্রুপের চেয়ারম্যান ছাড়াও আজিজ খানের আরেক পরিচয় তিনি আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা ফারুক খানের ভাই।

প্রকাশ :আগস্ট ১৬, ২০১৮ ১১:২৪ পূর্বাহ্ণ