১৮ই জানুয়ারি, ২০২৫ ইং | ৪ঠা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | সকাল ১১:০৪

২০৮৬ বোতল ফেন্সিডিলসহ ট্রাক জব্দ, আটক ২

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি:
র‌্যাব-৫ চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্পের সদস্যরা ২০৮৬ বোতল ফেন্সিডিলসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে। আজ বুধবার সকাল সাড়ে ৭টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে সদর উপজেলার দ্বারিয়াপুর ট্রাক টার্মিনালের সামনে থেকে ট্রাকটি জব্দ করা হয়।

গ্রেফতারকৃতরা হচ্ছেন, গোপালগঞ্জ সদর উপজেলার শিবপুর গ্রামের আকরাম শেখের ছেলে নুর নবী শেখ মামুন (৩৬) ও চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ উপজেলার মনাকষা নামোটেলা গ্রামের সাইদুর রহমান ওরফে ভোগলুর ছেলে রিপন (১৯)।

জানা যায়, সকালে ট্রাক টার্মিনালের সামনে একটি ট্রাক (ঢাকা মেট্টো-ন ১৫-২১০৬) আসতে দেখে রাস্তার উপর প্রতিবন্ধকতা সৃষ্টি করে ট্রাকটি আটক করে র‌্যাব। পরে ট্রাকটিতে তল্লাশী চালিয়ে আমের ক্যারেটে লুকিয়ে রাখা ২০৮৬ বোতল ফেন্সিডিল উদ্ধার করা হয়। এসময় ১২৫টি ক্যারেটে প্রায় ৬০ মণ আম, একটি ট্রাক ও ৪টি মোবাইল ফোন জব্দসহ নুর নবী শেখ মামুন ও রিপনকে গ্রেফতার করা হয়।

প্রকাশ :আগস্ট ১৫, ২০১৮ ৪:৩৬ অপরাহ্ণ