১৯শে জানুয়ারি, ২০২৫ ইং | ৫ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | দুপুর ১২:১৫

মগটি গোল নাকি চারকোনা? (ভিডিও)

রকমারি ডেস্ক:
অনলাইনে অনেকেই মগটির অদ্ভুত আকৃতির জন্য বেশ অবাক হয়েছেন। এটি গোল নাকি চারকোনা তা হঠাৎ করে বোঝা যায় না। এ কারণে মগটির আকৃতি বোঝাও কঠিন। তবে একটু নাড়াচাড়া করলেই মগটির আকৃতি বোঝা যায়।

অনলাইনে মগটির আকৃতি নিয়ে একটি ভিডিও বেশ জনপ্রিয় হয়েছে। এতে দেখা যায়, প্রথমে মগটিকে গোলাকার বলেই মনে হয়। তবে পেছনের আয়নায় মগটিকে চারকোনা বলে মনে হয়।

অদ্ভুত আকৃতির মগটি তৈরি করেছেন টনি ফিশার।

কিছুটা ঘুরিয়ে রাখলে এটি আবার চারকোনা বলেই মনে হয়। এ সময় পেছনের আয়নাতে একে গোলাকার বলেই মনে হয়।

প্রকাশ :আগস্ট ১৫, ২০১৮ ১:৩৮ অপরাহ্ণ