১৯শে জানুয়ারি, ২০২৫ ইং | ৫ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | সকাল ৬:১৫

ইমরান-খুশি কবিরের বিরুদ্ধে আরেকটি মামলা

নিজস্ব প্রতিবেদক:

ইমরান এইচ সরকার, খুশি কবিরসহ গণজাগরণ মঞ্চের দেড় শতাধিক নেতাকর্মীর বিরুদ্ধে আরেকটি মানহানি মামলা হয়েছে। সুপ্রিম কোর্ট প্রাঙ্গণ থেকে ভাস্কর্য সরানোর প্রতিবাদের মিছিল থেকে শেখ হাসিনার বিরুদ্ধে ‘আপত্তিকর’ স্লোগান দেওয়ার অভিযোগে এ মামলা করেছেন ঢাকার চকবাজার এলাকার বাসিন্দা হাজী মোহাম্মদ বাদল।

রোববার বাদী ঢাকার মুখ্য মহানগর হাকিম এসএম মাসুদুজ্জামানের কোর্টে এ মামলা করেন। বাদীর জবানবন্দি গ্রহণ করে আদেশ পরে দেবেন বলে জানিয়েছেন আদালত।

এজাহার সূত্রে জানা যায়, ভাস্কর্য সরানোর প্রতিবাদে শাহবাগে গণজাগরণের মিছিলে ‘ছি ছি হাসিনা, লজ্জায় বাঁচি না’ স্লোগান ওঠে। বাদী মনে করেন এতে তার মানহানি হয়েছে। কারণ মাননীয় প্রধামন্ত্রীকে বাদী মায়ের মতো সম্মান করেন। এ ঘটনায় দণ্ডবিধি ৫০৩,৫০৪, ৬০৬ ধারার অভিযোগে মামলাটি দায়ের করা হয়।

যুদ্ধাপরাধীদের সর্বোচ্চ শাস্তির দাবিতে ২০১৩ সালে শাহবাগে গণজাগরণের আন্দোলনের সূচনায় অনলাইন অ্যাক্টিভিস্ট হিসেবে এর সমন্বয়কের দায়িত্ব নেন ইমরান। শুরুতে ছাত্রলীগ এ মঞ্চের সঙ্গে থাকলেও পরে সরে যায়।

দৈনিক দেশজনতা/ এমএইচ

 

প্রকাশ :জুন ৪, ২০১৭ ১:১৬ অপরাহ্ণ