১৮ই জানুয়ারি, ২০২৫ ইং | ৪ঠা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | সন্ধ্যা ৭:১৮

দিনে বিশ হাজার চুমু!

বিনোদন ডেস্ক:

ফ্যাশন ম্যাগাজিন পিককের প্রচ্ছদকন্যা হয়েছেন কারিনা কাপুর খান। সেখানে তাঁকে জিজ্ঞেস করা হয়েছিল, মা হওয়ার সবচেয়ে কঠিন দিক কোনটা? উত্তরে কারিনা বলেন, ‘এই যে কাজের জন্য তৈমুরের কাছ থেকে দূরে থাকা। ফলে ওকে বুকে জড়িয়ে ধরে আদর করা, চুমু খাওয়া আর কামড় দেওয়া যায় না। এটাই মা হিসেবে আমার জন্য কঠিন।’

আর মা হওয়ার সবচেয়ে ভালো দিক?

‘ওকে বুকে জড়িয়ে ধরে আদর করা, চুমু খাওয়া আর কামড় দেওয়া। হি হি হি…’

গত বছর এক সাক্ষাৎকারে ‘উড়তা পাঞ্জাব’ তারকা বলেছিলেন ছেলে তৈমুর আলী খানকে দিনে বিশ হাজার বার চুমু খান। কিন্তু এখন কী অবস্থা?

‘আসলে তৈমুর চমৎকার এক বাচ্চা। সব সময় হাসিখুশি থাকে। কিন্তু একটা জিনিস ওর একেবারে পছন্দ না। আর সেটা হলো আমার চুমু। দিনে বিশ হাজার খানেক চুমু তো ওকে দিই-ই দিই। বিরক্ত হয়ে তৈমুর আমাকে ধাক্কা দিয়ে সরিয়ে দেয়। সাইফ (আলী খান) আমাকে তখন বলে, কেন এমন করো? কিন্তু কী করব বলুন? নিজেকে তো আটকে রাখতে পারি না।’

প্রকাশ :আগস্ট ১৫, ২০১৮ ৮:৩২ পূর্বাহ্ণ