১৯শে জানুয়ারি, ২০২৫ ইং | ৫ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | দুপুর ১২:১৭

‘নির্বাচনের নামে কোন খেলায় অংশ নিতে চাই না’

নিজস্ব প্রতিবেদক:

নির্বাচনের নামে কোনো খেলায় অংশ নিতে চাই না জানিয়ে বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বলেছেন, আমরা নির্বাচন করতে চাই। নির্বাচনের মাধ্যমেই সরকারের পরিবর্তন চাই। কিন্তু নির্বাচনের নামে কোনো খেলায় অংশ নিতে চাই না।

আজ দুপুরে জাতীয় প্রেসক্লাবের ভিআইপি লাউঞ্জে এক গোলটেবিল আলোচনায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

নজরুল ইসলাম খান আরো বলেন, আমরা কোন ষড়যন্ত্র করি না। আমরা ঐক্যবদ্ধ গণতান্ত্রিক আন্দোলন করতে চাই। এর কোন বিকল্প নেই। সেই আন্দোলন সফল হবে, দলের চেয়ারপারসন খালেদা জিয়ার নেতৃত্বে জনগণ তাদের গণতান্ত্রিক অধিকার ফিরিয়ে আনবে।

খালেদা জিয়া-শিমুল বিশ্বাস ও মেহেরুন্নেসা হকের মুক্তির দাবিতে দেশ বাঁচাও, মানুষ বাঁচাও আন্দোলন নামে একটি সংগঠন এই গোলটেবিল আলোচনার আয়োজন করে। আলোচনা সভায় সভাপতিত্ব করেন সংগঠনটি সভাপতি কেএম রকিবুল ইসলাম রিপন। অন্যদের মধ্যে বক্তব্য দেন ডেমোক্রেটিক লীগের সাধারণ সম্পাদক সাইফুদ্দিন মনি, বিএনপি নেতা শহিদুল ইসলাম বাবুল প্রমুখ।

প্রকাশ :আগস্ট ১৩, ২০১৮ ৩:০৯ অপরাহ্ণ