১৯শে জানুয়ারি, ২০২৫ ইং | ৫ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | দুপুর ১২:৩১

পৃথিবীর সবচেয়ে দামি ১০টি গহনা

রকমারি ডেস্ক:
গহনা ও বহুমূল্যবান পাথর মেয়েদের কাছে খুবই পছন্দের। মেয়েরা এমনিতেই গহনার নাম শুনলেই দুর্বল হয়ে পড়ে। মেয়েদের এই দুর্বলতার কথা কারও অজানা নেই। তবে এবার যেসব গহনার কথা বলব, তা দেখলে আপনাদের মাথা ঘুরে যাবে, আর দাম শুনলে চোখ উঠবে কপালে। বিশ্বের সবচেয়ে দামি এইসব গহনাগুলো সম্পর্কে জেনে নিন-

১) স্যাফায়ার রিং অফ প্রিন্সেস ডায়না : এই আংটিটি প্রিন্সেস ডায়না পরেছিলেন। তারপর থেকেই এই রিংটির নাম স্যাফায়ার রিং অফ প্রিন্সেস ডায়না হয়। এটির দাম ৪৫০,০০০ ডলার।

২) কুইন মেরি জোস এমাব়্যাল্ড অ্যান্ড ডায়মন্ড নেকলেস : কুইন মেরি জোস ইতালির শেষ রাণী। তাঁর নামেই এই রিংটির নামকরণ করা হয়েছে। এটি বিশ্বের সবচেয়ে দামী গয়নাগুলির মধ্যে একটি। তবে এর সঠিক মূল্য কোথাও প্রকাশ করা হয়নি।

৩) মেরি অ্যানন্টিয়োনেট নেকলেস : এই নেকলেসটিতে রয়েছে দুটো বিরল হলুদ ডায়মন্ড এবং একটি পিঙ্ক ডায়মন্ড। আর বাকিসব সাদা ডায়মন্ড। এটির মূল্য ৩.৭ মিলিয়ন ডলার।

৪) হ্যারি উইন্সটন ডায়মন্ড ড্রপ ইয়াররিং : এটি তৈরি হয়েছে ২০০৬ সালে। এটির দাম ৮.৫ মিলিয়ন ডলার।

৫) ব্রায়োলিটি ডায়মন্ড নেকলেস : এটি বিখ্যাত ৭৫.৩৬ ক্যারেট ডায়মন্ড দিয়ে তৈরি করা হয়েছে। এটির দাম ১১ মিলিয়ন ডলার।

৬) বুলগারি ব্লু ডায়মন্ড রিং : এটিতে গাঢ় ডায়মন্ড নীল রঙের হীরা ব্যবহার করা হয়েছে। দাম ৯.৪ মিলিয়ন ডলার।

৭) পিঙ্ক ডায়মন্ড : এটিতে হালকা গোলাপি রঙের ডায়মন্ড ব্যবহার করা হয়েছে। দাম ১৭.৭৭ ডলার।

৮) হার্ট অফ দ্য এশিয়ান : টাইটানিক সিনেমায় নায়িকা রোজকে এই হার পরতে দেখা গিয়েছিল। এটির দাম ২০ মিলিয়ন ডলার।

৯) দ্য পারফেক্ট পিঙ্ক : এটি একটি দারুণ এবং মূল্যবান পাথর। রঙ, কাটিং এবং স্বচ্ছতাই এর দাম বাড়িয়ে দিয়েছে। এর দাম ২৩.২ মিলিয়ন ডলার।

১০) দ্য অরেন্স : এটি ভিভিট অরেঞ্জ ডায়মন্ড। এটির দাম ৩৬ মিলিয়ন ডলার।

প্রকাশ :আগস্ট ১৩, ২০১৮ ১২:০২ অপরাহ্ণ